অভিনন্দন বাংলাদেশ অনুদ্ধ-১৬ ফুটবল দলেকে

ক্রিড়া প্রতিবেদক: মোঃ আলী আকবর রনী
অভিনন্দন বাংলাদেশ ফুটবল অনুদ্ধ-১৬ দল এবং অনুদ্ধ-১৬ দলের সকল কোচ এবং কর্মকর্তাদের এ.এফ.সি চ্যাম্পিয়নশীপ এ তুলনামূলক ভাবে ভালো রেজাল্ট দেওয়ার জন্য। কারণ, মাত্র অল্প সময়ের মধ্যে একটি দল গঠন করে ভূটানের সাথে জয় এবং শক্তিশালী কাতার এবং ইয়েমেন এর বিপক্ষে লড়াই করার মনোভাব দেখার জন্য। হয়তোবা অনেকেই বলতে পারেন দুই ম্যাচ হারার পরও কেন অভিনন্দন, কারণ বলবো, গত মাসে সাফ অনুদ্ধ-১৫ চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো একটু যাচাই করে দেখেন। সেখানে শ্রিলংকা এবং ভূটানের সাথে জয় পেলেও মোটামুটি আমাদের মানের চেয়ে বেশী উপরে নয় নেপাল ৪-০ গোল এবং ভারতের বিপক্ষে ৪-০ গোলে পরজিত হয়ে বাংলাদেশে শূণ্য হাতে খেলোয়রা বাংলাদেশে ফিরে আসে।
সেখানে অনেক কথা হয়েছিল বাংলাদেশ দল নিয়ে যে, তাদের বয়স চুরি করে তাদের খেলানো হয়েছিল। তখন সেই দল থেকে মূল একাদশের প্রায় ৭ জন খেলোয়ার কে ছাড়েই এবার কাতার সফর করে বাংলাদেশ অনুদ্ধ-১৬ দল।
বাংলাদেশ দল শক্তিশালী কাতার এবং ইয়েমেন-এই দুটি দলকে প্রথময়ার্ধে রুখে রেখে ছিল। কিন্তু অভিজ্ঞতা এবং শক্তি ও স্কিল এর কাছে পরজিত হয়ে, দ্বিতীয়ার্ধে গোল খেতে হয়েছে।
কারণ, ভারত, নেপাল থেকে কাতার এবং ইয়েমেন অনেক শক্তিশালী। সেখানে তাদের লড়াই করাও এক প্রকার কঠিনই ছিল আমাদের পক্ষে। সেখানে আমাদের অনুদ্ধ-১৬ দলটি একেবারে অল্প সময়ে একটি নতুন দল, তাদের প্রথম সফরে অনেক ভালো রেজাল্ট করেছে এর জন্যে ধন্যবাদ পাওয়ার যোগ্য খেলোয়ার এবং বাংলাদেশ অনুদ্ধ-১৬ দলের সকল কোচ এবং কর্মকর্তাদের। কারণ তাদের অল্প দিনের পরিশ্রমে আমাদের দলটি খুবই ভাল খেলেছে। যেখানে কোচ এবং কর্মকর্তাদের আশা এতোটা বড় ছিল না। সেখানে বাংলাদেশ দলটি আসলেই ভালো খেলেছে।
এই দলটিকে যদি নিয়মিত ভাবে বড় টূর্নামেন্টগুলো অংশ গ্রহন করানো যায়, এবং কিছু ভূল নিয়ে কাজ করে, তাহলে তাদের থেকে আমাদের ভালো ফলাফল প্রত্যাশা করতে পারি।
অনেকেই বলেছেন, ইয়েমেনের বিপক্ষে এতো ডিফেন্সিভ কেনো খেলেছে, দেখেন খেলাটি যদি আবার রিপ্লে দেখবেন, প্রথমার্ধে রক্ষণ ভাগ আগলে খেলার কারণেই কিন্তু শত আক্রমণ করার পর এবং গোলরক্ষক এর দৃঢ়তায় ইয়েমেন গোল করতে ব্যর্থ হয়। কিন্তু দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রামনত্বক খেলার কারণে কিন্তু তিনটি গোল হজম করতে হয়েছে আমাদের। কারণ যেখানে ইয়েমেন তাদের প্রথম ম্যাচে ভূটানকে ১০ গোলে উড়িয়ে দিয়েছে, সেখানে বাংলাদেশ তাদের বিরুদ্ধে ডিফেন্সিভ খেলবে এটাই স্বাভাবিক।
তারপরও বলবো বাংলাদেশ অনুদ্ধ-১৬ দল এবং সকল কোচদের ধন্যবাদ এবং অভিনন্দন পাওয়ারযোগ্য কারণ অল্প সময়ের মধ্যে দলটি এতোটা গোছানো কিন্তু কষ্টকর।
সর্বশেষে বলবো, আসে আমার দেশের খেলা দেখি, তাদের উৎসাহ দেই। কিন্তু কোন ক্রমেই বাংদেশের সাথে ইউরোপের দলের সাথে তুলনা করে সমালোচনা করা থেকে বিরত থাকি।
