ক্যারিয়ারের শুরুতেই মুদ্রার উলটো পিঠ দেখলেন আমিনুল ইসলাম বিপ্লব। কাকতালীয়ভাবে অভিষেক হয়েছিল এই সিরিজেই। যা ছিল তার ভাবনাতীত। তবে পারফরম্যান্স ছিল দারুণ। চার ওভার হাত ঘুরিয়ে ১৮ রান খরচায় তুলে নিয়েছিলেন ২ উইকেট। কিন্তু বিধিবাম। এরপর আর মাঠেই নামা হয়নি এই লেগীর।
নিজের প্রথম ম্যাচে সেইদিন মাসাকাদজার একটি শট আটকাতে গিয়ে বাঁহাতে বল লাগে। যারপরনাই চোট পান হাতে। যার দরুণ তিনটা সেলাই দিতে হয়েছিল হাতে। তাই আফগানিস্তানকে দিনে দর্শক হয়েই থাকতে হয়েছে শরিয়তপুরের এই স্পিনারকে।
তবে শুধু আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই না, ফাইনালেও হয়তো দর্শক হয়েই নিজেদের ম্যাচ উপভোগ করতে হতে পারে এই তরুণ রিস্ট স্পিনারকে। কারণ আমিনুলের চোট এখনো শঙ্কামুক্ত না। তাই আগামীকালের ম্যাচেও আমিনুলকে পাচ্ছে না সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ।
এ ব্যাপারে টাইগার কোচ ডমিঙ্গো সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি কঠিন একটি কাজ। তার বাঁহাতে দুই থেকে তিনটি সেলাই পড়েছে। যদিও সেটা তার বোলিংয়ের হাত নয়, তবে আমরা ইনজুরি আক্রান্ত কাউকে খেলাতে পারিনা। কারণ সে ক্যাচ লুফে নিতে ব্যর্থ হতে পারে কিংবা আরো বেশি চোট পেতে পারে। এটাই আমাদের চিন্তার কারণ। আমি সবসময় শতভাগ ফিট খেলোয়াড়দের নিয়ে একাদশ সাজাতে চাই। আমি মনে করি বিপ্লবের পরিবর্তে দলে নেয়ার মতো আমাদের অনেক খেলোয়াড় আছে। আমি তাকে শেষ ম্যাচে খেলতে দেখিনি।’
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম