ব্যাঙ্গালুরুতে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক ভারতকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সমতায় সিরিজ শেষ করলো প্রোটিয়ারা। আর এতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এ সিরিজের দলনেতা কিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। তার অপরাজিত ৭৯ রানেই বড় জয় পেলো প্রোটিয়ারা।
এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ভাসিয়ে নেয় বৃষ্টি। আর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের জিতে সিরিজে এগিয়ে যায় ভারত।
ব্যাঙ্গালুরুতে শেষ টি-টোয়েন্টি টস জিতে আগে ব্যাটিং বেছে নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে তার সিদ্ধান্তকে সম্মান দেখাতে পারেননি সতীর্থরা। ইনিংসের মাত্র তৃতীয় ওভারেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার রোহিত শর্মা।
এরপর অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে বড় জুটি গড়ার চেষ্টা করেন অপর ওপেনার শেখর ধাওয়ান। তবে ঝড়ো সূচনা করা ধাওয়ানকে দলীয় ৬৩ রানেই আউট করেন তবারাইজ শামসি। মাত্র ২৫ বলে ইনিংস সর্বোচ্চ ৩৯ রানে আউট হন ধাওয়ান।
এরপর একরকম প্যাভিলিয়নে ফেরার মিছিল নামে ভারতীয় ব্যাটিং লাইন আপে। মাত্র ৫ রান যোগ করেই ফিরেন অধিনায়ক কোহলি (৯ রান)। পরে রিশব পন্থ হাল ধরার চেষ্টা করেন। শ্রেয়াশ আইয়ারের সাথে ২২ রানের জুটিও গড়েন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
তবে এক ওভারে বিহন ফরচুইনের জোড়া আঘাতে প্যাভিলিয়নে ফেরেন পন্থ ও আইয়ার। দলীয় ৯২ রানেই পাঁচ উইকেট হারানো ভারত দলীয় শতরান পূর্ণ হওয়ার আগেই হারিয়ে ফেলে ছয়টি উইকেট। এরপর হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার ২৯ রানের জুটিতে সম্মানজনক পুঁজি পায় ভারত।
জাদেজা ১৯ রান করে রাবাদার শিকার হলে ভাঙে এই জুটি। আর ইনিংসের একদম শেষ ওভারে পান্ডিয়াকেও (১৪) শিকার করেন রাবাদা। তবে এর আগে ভারত নির্ধারিত ২০ ওভারে তোলে ১৩৪ রান।
রাবাদা চার ওভারে ৩৯ রানের বিনিময়ে শিকার করেন তিনটি উইকেট। আর দু’টি করে উইকেট নেন বিহন ফরচুইন আর বিউরন হেন্ড্রিকস।
মাত্র ১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ সূচনা করেন দুই প্রোটিয়া ওপেনার অধিনায়ক কুইন্টন ডি কক এবং বিউরন হেন্ড্রিকস। তাদের ৭৬ রানের জুটি ভাঙেন হার্দিক পান্ডিয়া। ২৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন হেন্ড্রিকস। ম্যাচে এই শেষবার হাসে ভারতীয়রা।
দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা তেমবা বাভুমাকে সাথে নিয়ে ম্যাচ জিতেই মাঠ ছাড়েন অধিনায়ক ডি কক। বাভুমা অপরাজিত ছিলেন ২৭ রানে। আর অধিনায়ক ডি কক খেলেন ৫ ছয় এবং ৬ চারে মাত্র ৫২ বলে অপরাজিত ৭৯ রানের ম্যাচজয়ী ইনিংস। জয়ের প্রয়োজনীয় রান যখন সংগ্রহ হয়ে গেছে প্রোটিয়াদের তখনো ম্যাচের বাকি আরো ১৯টি বল।
ম্যাচের সেরা খেলোয়ারের পুরষ্কার অবশ্য পেয়েছেন বল হাতে দুই উইকেট আর ব্যাট হাতে ২৮ রান করা অলরাউন্ডার বিউরন হেন্ড্রিকস। এই ম্যাচ জিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটি ১-১ সমতায় শেষ করলো দক্ষিণ আফ্রিকা।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম