কাতারের মাঠে বাংলাদেশী তরুণদের লড়াকু ম্যাচে ২-০ গোলে পরাজয়

ক্রিড়া প্রতিবেদক: মোঃ আলী আকবর রনী
গতকাল স্থানীয় সময় রাত ১০টায়, কাতারে দোহার ‘এসপায়ার ডোম ইনডোর স্টেডিয়ামে এ.এফ.সি চ্যাম্পিয়নশীপ কোয়ালীফাই অনুদ্ধ-১৬ এর ই গ্রূপের প্রথম মুখোমুখি হয় বাংলাদেশ ও শক্তিশালী কাতার।
প্রথম ম্যাচে বাংলাদেশ শক্তিশালী কাতারের বিপক্ষে ২-০ গোলে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে। বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়ার পর শেষ সময়ে আরেক গোল খায় তারা।
আক্রমণে এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোলরক্ষক মেহেদী হাসানকে ফাঁকি দিতে পারেনি কাতার। ৩০তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও মইনুল হোসেন সুযোগ নষ্ট করার ছয় মিনিট পর ডি-বক্সে তালগোল পাকিয়ে রাজীব হোসেন শট নিতে ব্যর্থ হলে বাংলাদেশের হতাশা আরও বাড়ে।
প্রথমার্ধের বাংলাদেশের তরুণদের রক্ষনভাগ দৃঢ়তার সাথে খেলার কারণে কাতার বারবার আক্রমণ করার ফলেও গোল বঞ্চিত থাকতে হয়ে। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ডি-বক্সের জটলার মধ্যে থেকে আল আবদুল্লাহর বাঁকানো শট দূরের পোস্ট দিয়ে জালে ঢুকলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এগিয়ে যাওয়া কাতারের আক্রমণের ধার আরও বাড়ে কিন্তু বাংলাদেশী গোলরক্ষক মেহেদী হাসানের অসাধারণ দৃঢ়তায় কাতার গোল করতে ব্যর্থ
হয়।
৭৫তম মিনিটে তালাল আতিকের শট গ্লাভসবন্দি করার একটু পর আল-দোসারির শটও ফেরান মেহেদী।
শেষ দিকে সালেম আল কোরাইশির ডি-বক্সের একটু ওপর থেকে নেওয়া শট আটকানোর পর আর পারেননি। আল–দোসারি ডি-বক্সের ভেতর থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন।
এরপর ডি-বক্সের ডান দিক থেকে কাতারের এক খেলোয়াড়ের শট ফেরালেও গ্লাভসে নিতে পারেননি মেহেদী। দ্রুত দৌড়ে এসে বাঁ দিকে থাকা সালেমের শট আটকে ব্যবধান বাড়তে দেননি তিনি।
আগামী শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ইয়েমেনের কাছে ১০-১ ব্যবধানে হেরে বাছাই শুরু করেছে ভুটান।
