প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৩:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০১৯, ১:৩৩ পি.এম
ম্যানসিটির হোচঁট এবং লিভারপুলের জয়

গতকালকের চ্যাম্পিয়নসলীগের কোয়াটার ফাইনলামে টটেনহাম এর নতুন ষ্টেডিয়ামে খেলতে গিয়েছিল ইপিএল এর লীগ লিডার ম্যান সিটি ক্লাব। তাদের নতুন ষ্টেডিয়ামের আমন্ত্রনটি সুখকর হলোনা। কারণ আর্জেন্টাইন স্টাইকার এগুয়োরে পেনাল্টি মিসের জন্য হারতে হলো টটেনহামের কাছে।
খেলা আরম্ভ হওয়ার পর থেকেই টটেনহাম তাদের নতুন ষ্টেডিয়ামে খেলতে নেমেই যেন নতুন উদ্দ্যমে আক্রমনের পসরা নিয়ে ম্যান সিটির সাথে লড়তে থাকে। দুই দলের আক্রমন এবং পাল্টা আক্রমনে খেলাটি জমজামট লড়াইয়ে পরিণীত হয়। খেলাতে ম্যান সিটির বল পজিশনে এগিয়ে থাকলেও, গোলবারে শোটের দিকে এগিয়ে টটেনহাম রা। খেলার ১৩ মিনিটের মাথায়
ডি-বক্সের ভিতরে টটেনহামের ডিফেন্ডারের হাতে বল লাগায়, পেনাল্টি পায় ম্যান সিটি। পেনাল্টি শট করতে আসের ম্যান সিটির গোল মেসিন আর্জেন্টাইন তারকা কোন.এগুয়োরে, কিন্তু খেলার সহজ সুযোগটি নষ্ট করেন এগুয়োরে, পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। দুই দল গোল শুন্য অবস্থায় থেকে বিরতীতে যায়। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটের সময় দক্ষিন কোরিয়ান তারকা ‘সন’ এর দর্শনীয় গোলে এগিয়ে যায় টটেনহাম। শেষ পর্যন্ত খেলায় আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে টাটেনহাম হটস্পায়ার রা।
রাতের অন্য ম্যাচে মাঠে নামে ইংলিশ ক্লাব লিভারপুর এবং পূর্তগালের এফসি পোর্তো। লিভারপুল উক্ত খেলায় একক কর্তৃত্ব করে খেলে। লিভারপুলের বিপক্ষে পোর্তো কোন প্রতিরোধই গড়তে পারে নি। বলপজিশন, শট অন টার্গেট, এ্যাটাক সবদিক থেকেই পোর্তো এর থেকে এগিয়ে ছিল ইংলিশ ক্লাব লিভারপুল। খেলার ৫ মিনিটের সময়ই ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনোর ডি বক্সের বাড়িয়ে দেয়া বলে ঘানার খেলোয়ার এস.কেইতার গোলে লিভারপুল ১-০ গোলে এগিয়ে যায়। লিভারপুল দ্বিতীয় গোলের লিড নিতে বেশী সময় নেয়নি, ২৬ মিনিটের সময় ইংলিশ তারকা আলেকজেন্ডার-আর্নল্ড এর এসিষ্টে ব্রাজিলিয়ান ষ্টাইকার রবার্তো ফিরমিনো নিজের প্রথম এবং দলের পক্ষে দ্বিতীয় গোল করেন। নির্ধারিত সময় আর কোন গোল না হওয়ায় লিভারপুল ২-০ গোল জয় নিয়ে মাঠ ছাড়ে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম