6:57 AM, 13 November, 2025

চেন্নাইয়ের মাঠে কলকাতার হার

deepak-chahar_7a4a8d62-5af6-11e9-93dc-bd285d0e4b85

মোঃ আলী আকবর রনী, ক্রিড়া প্রতিবেদকঃ

কলকাতা নাইট রাইডার্সদের গত কালের ম্যাচটি ছিল চেন্নাইয়ের মাঠে চেন্নাই সুপার কিংসদের বিপক্ষে। আইপিএল ২৩ তম ম্যাচটি খেলতে নামে চেন্নাই সুপার কিং এবং কলকাতা নাইট রাইডার্সরা। টসে জিতে ক্যাপ্টিন কুল ধোনী প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। আর ধোনীর সিদ্ধান্তকে সঠিক প্রমান করতে বেশী সময় নেয়নি, চেন্নাই এর বোলাররা। কলকাতা নাইট রাইডার্সদের দলীয় ৯ রানে মাথায় ৩ ইউকেট এর পতন ঘটে। কলকাতার বলার মতো কোন ব্যাটসম্যানই এদিন তাদের সামর্থমত খেলতে পারেনি। একমাত্র এই আইপিএল এ ধারাবাহিক রানের মধ্যে থাকা ওয়েস্ট উন্ডিজ তাকার আন্ড্রে রাসেল যা প্রতিরোধ করার করেন, ৪৪ বলে ৫ চারে এবং ৩ ছয়ে অর্ধশতক রান করেন আর কলকাতার অধিনায়ক দিনেস কার্তিক কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন, কার্তিক ২১ বলে ৩ চারে সংগ্রহ করেন ১৯ রান। কার্তিক এবং রাসেল এর রানের কল্যানে ২০ ওভার শেষে কলকাতার দলীয় সংগ্রহ দাড়ায় ১০৮ রানের। চেন্নাইয়ের পক্ষে দিপাক চাহার ৩ উইকেট, হরবাজং সিং এবং ইমরান তাহির ২ উইকেট নেন।
চেন্নাই ব্যাটিংয়ে আক্রমনাত্বক খেলতে থাকা অষ্ট্রেলিয়ান তারকা শন ওয়াটসন কে দলীয় ১৮ রানের মধ্যেই কলকাতার সুনীল নারায়ন আউট করেন। এর চেন্নাইয়ের খেলোয়াররা সতর্ক সহকারে খেলে ম্যাচটি খুব সহজেই জয়ের বন্দরে নিয়ে যায়। দলের পক্ষে দক্ষিন আফ্রিকান খেলোয়ার ফাফ্-ডু-প্লেসিস এর ৪৩ এবং আমবাতি রাইডু এর টেস্ট মেজাজের ২১ রানের কল্যানে ৩ ইউকেট হারিয়ে ১৭ ওভার ২ বলে খুব সহজেই ম্যাচটি জিতে যান।
কলকাতার পক্ষে সুনিল নারায়ন ২ ইউকেট এবং পিউস চাওলা ১ ইউকেট নেন। কালকের ম্যাচ শেষে পয়েন্ট চেন্নাই ৬ ম্যাচে ৫ জয় এবং ১ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থানটি ধরে রেখেছেন। অন্যদিকে কলকাতার অবস্থান ৬ খেলায় ৪ জয় এবং ২ হারে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়।