স্পোর্টস ডেস্কঃ অ্যাশেজে নিজেদের প্রথম ইনিংসে ইংলিশদের চেয়ে ১৭৮ রানে পিছিয়ে ব্যাকফুটে অজিরা। এদিন মাত্র ২৫ ওভারেই অস্ট্রেলিয়ার আরও ৩ উইকেট শিকার করেছে ইংলিশ বোলাররা।
দ্বিতীয় দিনের শেষ সেশনে দ্রুতই ওপেনার ডেভিড ওয়ার্নারকে হারিয়ে শুরুটা আশানুরূপ হয়নি ক্যাঙ্গারুদের। তৃতীয় দিনে ঠান্ডা মাথায় ব্যাট করছিলেন ক্যামেরুন ব্যানক্রফট ও উসমান খাজা। তবে পরপর ২ ওভারে জোড়া আঘাত হানে ইংলিশ বোলাররা। জোফরা আর্চার শিকার করেন ব্যানক্রফটকে আর ক্রিস ওকস ফেরান খাজাকে। ৬০ রানে ৩ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে সফরকারীরা। স্কোরবোর্ডে ১১ রান যোগ হতেই ট্র্যাভিস হেডকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন ব্রড।
২৬তম ওভারের প্রথম বলে হতেই হানা দেয় বৃষ্টি। পরে দিন ঘোষণা করেন আম্পায়ার। ম্যাথিউ ওয়েডসকে নিয়ে চতুর্থ দিন শুরু করবেন স্মিথ। এর আগে প্রথম ইনিংসে ২৫৮ রান সংগ্রহ করে স্বাগতিক ইংল্যান্ড।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম