মেসিকে ছাড়াই মৌসুম শুরু হচ্ছে বার্সার

স্পোর্টস ডেস্কঃ মৌসুমের শুরুটা ভালো যাচ্ছে না বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির। ইনজুরির কারণে লা লিগার উদ্বোধনী দিনেই মাঠে নামতে পারছেন না তিনি। তাকে ছাড়াই অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে সান মামেসে খেলতে গেলো বার্সেলোনা।
আজই অ্যাটলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে এবারের মৌসুমে লা লিগা অভিযান শুরু হচ্ছে বার্সেলোনার। অথচ শুরুতেই মেসিকে ছাড়া মাঠে নামতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের। বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটি শুরু হবে আজ (শুক্রবার) রাত ১টায়, ম্যাচটি সরাসরি দেখাবে ফেসবুক।
বৃহস্পতিবার বার্সেলোনার অনুশীলনে উপস্থিত ছিলেন না মেসি। কোচ আর্নেস্তো ভালভার্দেও জানিয়েছেন, ‘মেসিকে নিয়ে মোটেও ঝুঁকি নেবেন না তিনি। সুস্থ হলেই মাঠে নামানো হবে তাকে।’
আজকের ম্যাচে বার্সার স্কোয়াড:
মার্কা আন্দ্রে টের স্টেগান, নেলসন সেমেদো, জেরার্ড পিকে, ইভান রাকিটিচ, সার্জিও বুস্কেটস, কৌতিনহো, লুইস সুয়ারেজ, ওসমান ডেম্বেলে, রাফিনহা, ক্লেমেন্সে লেংলেট, আন্তোনিও গ্রিজম্যান, জর্দি আলবা, চার্লস অ্যালেনা, জার্সি রবের্তো, ফ্রাঙ্কি ডি জং, স্যামুয়েল উমতিতি, জুনিয়র ফিরপো, ইনাকি পেনা এবং পেরেজ।
