
স্পোর্টস ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী আজ। এই দিনে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সারাদেশের মানুষ। জাতির পিতাকে শ্রদ্ধা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় ক্রিকেট দলে টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার লিখেছেন, ‘আপনি যদি এই স্বাধীন বাংলাদেশের স্বপ্নটা না দেখাতেন তবে আমি ‘বাংলাদেশের সাকিব’ হতে পারতাম না।’
১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। সেই থেকেই ইতিহাসে এই দিনটি বাঙালির জাতির জন্য কালো দিবস হিসেবে পরিচিত। ১৫ আগস্ট, দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়।
স্ট্যাটাসটা সাকিব লিখেছেন, “আমাদের মাঝে আপনি আজ না থাকলেও আপনার কথা, কাজ ও চেতনা থেকে আরও সুন্দর একটা বাংলাদেশ গড়ার প্রেরণা পাই আমরা। আপনি যদি এই স্বাধীন বাংলাদেশের স্বপ্নটা না দেখাতেন তবে আমি ‘বাংলাদেশের সাকিব’ হতে পারতাম না।”
বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্য সদস্যদের স্মরণ করে সাকিব লিখেন, ‘প্রয়াণ দিবসে শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের জাতির পিতা ও মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি সেই কালো রাতে নিহত হওয়া উনার পরিবারের বাকি সদস্যদেরও। আমরা শোকাহত।’
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম