11:45 AM, 13 November, 2025

ব্রায়ান লারাকে ছাড়িয়ে গেইল

chris-gayle_6

স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্রিস গেইল করতে পেরেছেন মাত্র ১১ রান। আর সেটাই তাকে রেকর্ডবুকের অনন্য একটা জায়গায় সবার ওপরে তুলে দিল। ওয়ানডে ক্রিকেটে তিনি এখন ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রানের মালিক। ছাড়িয়ে গেছেন ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারাকে।

আরেকটি মাইলফলক দিয়েই গেইল ম্যাচটা শুরু করেছিলেন। এটা ছিল তার ক্যারিয়ারের ৩০০ তম ওয়ানডে ম্যাচ। আর তাতে তিনি ছাড়িয়ে গেলেন লারাকে। লারার ৫০ ওভারের ক্রিকেটে রান হলো ১০,৩৪৮। আর গেইলের রান ১০,৩৫৩। এমন দিনে স্বয়ং লারাও টুইটারে অভিনন্দন জানিয়েছেন গেইলকে।

তিন নম্বর স্থানে থাকা শিবনারায়ন চন্দরপল অবশ্য এই দুই জনের চেয়ে বেশ পিছিয়েই আছেন। তার রান ৮৭৭৮।

যদিও গেইলের জন্য স্মরণীয় এই ম্যাচটা ক্যারিবিয়ানদের জন্য স্মরণীয় হলো না। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ৫৯ রানে জয় পায় বিরাট কোহলির টিম ইন্ডিয়া।

পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে অধিনায়ক বিরাট কোহলির সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৯ রান করে ভারত। ১২৫ বলে ১৪টি চার ও একটি ছক্কায় ১২০ রান করেন কোহলি।

জবাবে ২১০ রানেই গুটিয়ে গিয়ে ম্যাচ হারে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে ৪৬ ওভারে ২৭০ রানের টার্গেট পেয়েছিল ক্যারিবীয়রা। দলের পক্ষে এভিন লুইস সর্বোচ্চ ৬৫ রান করেন। ভারতের ভুবেনশ্বর ৩১ রানে ৪ উইকেট নেন। ম্যাচ সেরা হন ভারতের বিরাট কোহলি।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে লড়াইয়ে নামে ভারত। ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেস্তে যায়। গতকাল রাতেই অনুষ্ঠিত হয় সিরিজের তৃতীয় ওয়ানডে। আর এটাই হবে গেইলের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

বিশ্বকাপ শেষেই ক্রিস গেইল বলেছিলেন, চূড়ান্ত বিদায়ের আগে আরেকটা টেস্ট অন্তত খেলতে চান তিনি। কিন্তু, গেইলকে সেই সুযোগ দেননি ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকরা। ভারতের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের দলে রাখা হয়নি এই ব্যাটিং দানবকে।

৩৯ বছর বয়সী গেইল নিজের ক্যারিয়ারে ১০৩টি টেস্ট খেললেও সর্বশেষ এই ফরম্যাটে তাকে দেখা গেছে ২০১৪ সালের সেপ্টেম্বরে। টেস্টে তিনি ৭২১৪ রান করেছেন। এর মধ্যে সর্বোচ্চ ইনিংসটি ৩৩৩ রানের। যদিও, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যস্ত হয়ে যাওয়ার জন্য তিনি ২০১৪-এর পর আর কখনোই টেস্টে ফেরেননি।

অ্যান্টিগা টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে আগামী ২২ আগস্ট। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ৩০ আগস্ট থেকে তিন সেপ্টেম্বর। ম্যাচটা হবে জ্যামাইকার স্যাবাইনা পার্কে। গুঞ্জন ছিল, এই মাঠে টেস্ট খেলেই ক্যারিয়ারের ইতি টানবেন গেইল। তবে, এই আবেগকে পাত্তাই দিলেন না নির্বাচকরা!