11:15 PM, 12 November, 2025

দুই আবাহানী লড়াইয়ে শেষ হাসি ঢাকা আবাহানীর

IMG_6196
মোঃ আলী আকবর রনী
ক্রীড়া প্রতিবেদকঃ
ঢাকা প্রিমিয়ার লীগ ফুটবলে আজকে ঢাকা ও চিটাগাং দুই আবাহানী লিঃ এর লড়াইয়ে জয় পেল ঢাকা আবাহানী। আজকের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল-৪.০০ টা আরম্ভ হয় দুই আবাহানীর ফুটবল যুদ্ধ। কেহই কাউকে ছাড় দিয়ে কথা যেমন বলে না, তেমনী আজকের খেলাটি তেমন আক্রমন ও পাল্টা আক্রমনে জমে উঠেছিল। খেলা শুরু হওয়ার ১০ মিনিটের মাথায়
ঢাকা আবাহানীর দক্ষিন কোরিয়ান খেলোয়ার কো মিন-হেউক এর এসিষ্টে বাংলাদেশের নাকিব নেওয়াজ জীবনের গোলে ১-০ গোলে এগিয়ে যায়। ঢাকা আবাহানী ২য় গোল নিতে সময় বেশী নেয়নি, খেলার ১৯ মিনিটের মাথায় জীবনের এসিষ্টে নাইজিরিয়ান খেলোয়ার এস. নাওডিয়ালুর গোল করেন এবং ঢাকা আবাহানীকে ২-০ গোলে এগিয়ে দেন। দ্বিতীয় গোল খাওয়ার পর যেন চিটাগাং আবাহানীর ঘুম ভাঙল। এর মুহুর মুহুর আক্রম করেও বাজে ফিনিশিং এর জন্য কোন গোল করতে পারেনি। বল পজিশনে ঢাকা আবাহানী থেকে চিটাগাং আবাহানী এগিয়ে ছিল। ঢাকা আবাহানী পজিশনে ছিল ৪৮% এবং চিটাগাং আবাহানী ছিল ৫২%, মোট শট এ সমান ছিল দুই আবাহানীর। দুই আবাহানী তাদের বিপক্ষে শিবিরে আক্রমন করে আজকের খেলায়, ঢাকা আবাহানী থেকে চিটাগাং আবাহানীই এগিয়ে ছিল। আজকের খেলা শেষে ঢাকা আবাহানী ১১ খেলায় ৯ জয় এবং ২ পরাজয়ে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের ২য় স্থানে অবস্থান করছে অন্যদিকে ১০ খেলায় ২ জয় ৫ ড্রে এবং ৩ পরাজয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে অবস্থান করছে।