12:01 PM, 13 November, 2025

মোস্তাফিজ-মোসাদ্দেকের জায়গায় ‍রুবেল-এনামুল

untitled-1_5072

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার সাথে প্রথম দুই ম্যাচেই হেরে ইতোমধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। আজ (বুধবার) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটা তাই টাইগারদের জন্য হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোর ম্যাচ। ইতোমধ্যে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।

শেষ ম্যাচটিতে একাদশে দুটি পরিবর্তন এনে মাঠে নেমেছে বাংলাদেশ। অনুশীলনের সময় চোট পাওয়ার কারণে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। তার জায়গায় ডাক পেয়েছেন পেসার রুবেল হোসেন।

কৌশলগত কারণে ম্যাচটিতে রাখা হয়নি স্পিন বোলিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে। তার জায়গায় একাদশে নেওয়া হয়েছে ব্যাটসম্যান এনামুল হক বিজয়কে। গত বছরের জুলাইয়ের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ওয়ানডে খেলতে যাচ্ছেন ডানহাতি এই ব্যাটসম্যান। তাছাড়া একাদশে আর কোনো পরিবর্তন নেই।

ম্যাচটিতে একাদশে চারটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, এনামুল হক, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), অভিশকা ফের্নান্দো, কুসাল পেরেরা (উইকেটকিপার), কুসাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, শেহান জয়াসুরিয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।