2:03 PM, 13 November, 2025

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

untitled-1_5070

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার সাথে প্রথম দুই ম্যাচেই হেরে ইতোমধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। আজ (বুধবার) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটা তাই টাইগারদের জন্য হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোর ম্যাচ।

এই ম্যাচে টস জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করবে।

দলের সেরা তারকা সাকিব আল হাসান বিশ্রামে। চোটের কারণে সিরিজ শুরুর ঠিক আগ মুহূর্তে ছিটকে পড়েন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তামিম ইকবাল নতুন অধিনায়ক হিসেবে এই সফরে দায়িত্ব পালন করছেন।

তবে তামিমের অধিনায়কত্বের অভিষেকটা হলো ভুলে যাওয়ার মতোই। সিরিজের প্রথম ওয়ানডেতে ৯১ রানে হারের পর দ্বিতীয়টিতেও পাত্তা পায়নি বাংলাদেশ। হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। এখন হোয়াইটওয়াশ লজ্জা এড়াতে পারলেই হয়!