স্পোর্টস ডেস্কঃ তৃতীয় বাংলাদেশি হিসেবে ছয় হাজারি রানের ক্লাবে নাম লেখালেন মুশফিকুর রহিম। এর আগে এ কৃতিত্ব দেখিয়েছেন তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। প্রথম ওয়ানডের পর ৬ হাজার রান থেকে ৮ রান দূরে ছিলেন মুশফিক।
আজ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৪ তম ওভারে আকিলা ধনঞ্জায়ার বলে সিঙ্গেল নিয়ে ৬০০০ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন মুশফিক।
এর আগে বিশ্বকাপে ছয় হাজার রান পূর্ণ করেন সাকিব। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রান তামিমের। এর পরের স্থানটা সাকিবের। আর তৃতীয় স্থানে আছে মুশফিক। ৩৯৭৯ রান করে চতুর্থ স্থানে আছে মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৪৬৮ রান নিয়ে আশরাফুলের অবস্থান ৫
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম