10:00 AM, 13 November, 2025

সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ

untitled-1_5043

স্পোর্টস ডেস্কঃ সময়টা খুবই খারাপ যাচ্ছে তামিম ইকবালের। বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ, নিজের প্রথম ম্যাচেই হার সাথে গোল্ডেন ডাক। শুধুই কি তাই! স্লো ওভার রেটের কারণে গুনতে হয়েছে জরিমানাও। তাই দারুণভাবে সমালোচিত হচ্ছে চট্টলার এ ওপেনার। এতোসব চাপের মুখে সিরিজে টিকে থাকতে একদিন বিরতির পর আজ (রবিবার) আবারো মাঠে নামছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটায়।

একমাত্র মুশফিক ছাড়া প্রথম ম্যাচে ব্যর্থ ছিল সব টপ অর্ডারই। আর লোয়ার অর্ডারে সাব্বিরের ব্যাটে শুধু  হারের ব্যবধানটাই কমেছে। তবে জয়ের জন্য একবারও উপযোগী মনে হয়নি টাইগারদের ব্যাটিং।

তাছাড়া বোলিংয়েও ছন্নছাড়া ছিল প্রায় সবাই। সেদিন লঙ্কানদের রান দিতে কিপটেমি করেনি মুস্তাফিজরা। তামিম বাহিনীর নখদন্তহীন বোলিংয়ের সামনে রান করতে মোটেও বেগ পেতে হয়নি স্বাগতিকদের। তাই সময়ের সাথে সাথে নিজেদের সংগ্রহটাও বাড়িয়ে নিয়েছেন পেরেরা, মেন্ডিস, ম্যাথিউসরা। তবে তিন বছর পর খেলতে নেমে কিছুটা আশার আলো দেখিয়েছেন শফিউল। তুলনামূলক কম ইকোনমিতে পকেটে পুরেছেন ৩ উইকেট। এখন দেখার বিষয় আজ দলের জন্য কতটা সহায়ক হয় এই পেসারের বোলিং।

এদিকে প্রথম ম্যাচ জিতে দারুণ চনমনে লঙ্কানরা। কম বেশি সবাই রান পেয়েছে। সেঞ্চুরি হাঁকিয়েছেন কুশাল পেরেরা। সাথে চল্লিশোর্ধ ইনিংস খেলেছে ম্যাথিউস আর কুশাল মেন্ডিস। মাঝারি ইনিংস খেলেছে দলপতি দিমুথ করুণারত্নেও। সেট হয়ে আউট হয়েছেন লাহিরু থিরিমান্নে। তাই ব্যাটিং নিয়ে খুব একটা দুশ্চিন্তা হবার কথা না শ্রীলঙ্কার।

বোলিংয়েও ভরসা দিয়েছে বোলাররা। নিজের বিদায়ী ম্যাচেও আলো ছড়িয়েছেন মালিঙ্গা। পেয়েছেন ৩ উইকেট। অন্যরাও দিয়েছে যোগ্য সঙ্গ। তবে মালিঙ্গার অনুপস্থিতি দলের বোলিং লাইনে কোন প্রভাব ফেলে কিনা তা জানা যাবে আজকের ম্যাচের পর।