স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পেলেন সাবেক কিউই অলরাউন্ডার ডেনিয়েল ভেট্টরি। আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করা হয়েছে তার সাথে। শনিবারের বোর্ড সভায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তবে এখনই এই কিউইকে পাচ্ছে না টাইগার স্পিনাররা। কারণ আগামী নভেম্বর থেকে সাকিবদের নিয়ে কাজ করবেন এই অলরাউন্ডার। অর্থাৎ ভারত সিরিজের আগেই নতুন স্পিন বোলিং কোচ পাবে বাংলাদেশ। ততোদিন শূন্যই থাকছে এ পদ।
নিউজিল্যান্ডের এই কিংবদন্তি স্পিনার ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এর আগে খেলেছেন ১১৩টি টেস্ট, ২৯৫টি ওয়ানডে এবং ৩৪টি টি-টুয়েন্টি ম্যাচ। লঙ্গার ভার্সনে তার শিকার ৩৬২ উইকেট, ওয়ানডেতে ৩০৫ উইকেট এবং টি-টুয়েন্টিতে ৩৮ উইকেট।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম