ওয়ালশের স্থলাভিষিক্ত হলেন ল্যাঙ্গাভেল্ড

স্পোর্টস ডেস্কঃ ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল ক্যারিবীয় কোচ কোর্টনি ওয়ালশের সাথে। তবে তার সাথে আর চুক্তি নবায়ন করেনি বিসিবি। তাই এতোদিন পেস বোলিং কোচের সন্ধানে ছিল বোর্ড। অবশেষে পেয়েও গেলো। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার চার্ল ল্যাঙ্গারভেল্ড হলেন বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ। আজকের বোর্ড সভায় এমনটাই জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, আমরা ল্যাঙ্গাভেল্ডকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। তার সঙ্গে আমাদের চুড়ান্ত চুক্তি করা শেষ। আগামী দুই বছরের জন্য তার সাথে চুক্তি করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার হয়ে ল্যাঙ্গাভেল্ড ৬ টি টেস্ট, ৭২ টি ওয়ানডে এবং ১৭ টি টুয়েন্টি খেলেছেন। টেস্টে তার উইকেট সংখ্যা ১৬ টি, ওয়ানডেতে ১০০ টি এবং সংক্ষিপ্ত সংস্করণে এই প্রোটিয়া শিকার করেছেন ১৭ টি উইকেট।
