স্পোর্টস ডেস্কঃ কুশাল পেরেরার সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৩১৪ রান। জয়ের জন্য ৩১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোচট খায় সফরকারীরা। দলীয় রান যখন ১, তখন রানের খাতা খোলার আগেই মালিঙ্গার দারুণ এক ইয়র্কারে বোল্ড হয়ে ফিরেন বিশ্বকাপে অফ ফর্মে থাকা তামিম ইকবাল।
তিন নম্বরে খেলতে নেমে ২১ বল থেকে ১০ রান করে নুয়ান প্রদীপের বলে আউট হন মিথুন। দলীয় রান তখন ৩০। এরপর স্কোরবোর্ডে আর কোন রান যোগ না হতেই মালিঙ্গার দ্বিতীয় শিকারে পরিণত হন সৌম্য সরকার। দলীয় স্কোরবোর্ডে আর মাত্র ৯ রান যোগ হলে ফিরে যান মাহমুদউল্লাহ। আর তাতেই ৩৯ রানেই ৪ উইকেটের দলে পরিণত হয় বাংলাদেশ।
এর আগে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দলীয় ১০ রানেই আভিষ্কা ফার্নান্দো আউট হলেও পেরেরা এবং করুণারত্নের ৯৭ রানের জুটি উপর ভর করে দারুনভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। করুণারত্নে ৩৬ করে আউট হলে কুশাল মেন্ডিসকে নিয়ে ১০০ রানের আরো একটি জুটি গড়েন পেরেরা। আর নিজেও পেয়ে যান ক্যারিয়ারের পঞ্চম শতকের দেখা। এরপর মাঝারি আর কয়েকটি ইনিংসের উপর ভর করে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৩১৪ রান।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম