স্পোর্টস ডেস্কঃ সেঞ্চুরির দেখা পেলেন লঙ্কান টপ অর্ডার কুশাল পেরেরা। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৮২ বলে মোকাবেলা করে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পান এ হার্ডহিটার। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় উইকেট জুটিতে করুণারত্নেকে নিয়ে ৯৭ রানের জুটি গড়েন এই ব্যাটসম্যান।
ব্যক্তিগত ৩৬ রানে মিরাজের বলে মুস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে ফিরেন করুণারত্নে। তবে থামেনি পেরেরার উইলো। কুশাল মেন্ডিসকে নিয়ে বাড়াতে থাকেন দলীয় রান। সাথে পেয়ে যান সেঞ্চুরির দেখা। ১৩২ স্ট্রাইক রেট এবং ১৭টি বাউন্ডারির সাহায্যে সেঞ্চুরি করেন পেরেরা।
এ ম্যাচ খেলেই আন্তর্জাতিক ওয়ানডেকে বিদায় বলবেন লাসিথ মালিঙ্গা। তাই সবাই চাইবে এই ফার্স্ট বোলারের বিদায়কে স্মরণীয় করে রাখতে। আর এজন্য লংকানদের উড়ন্ত সূচনা খুবই কাজে দেবে মালিঙ্গার শেষটা সুখকর করে রাখতে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম