1:45 PM, 13 November, 2025

অভিষেকেই বাজিমাত বসুন্ধরা কিং চ্যাম্পিয়ন

Bosundora Kings. 3

মোঃ আলী আকবর রনী,ক্রিড়া প্রতিবেদক:

বহুল প্রতিক্ষার পর প্রথমবার খেলতে এসেই অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল নবাগত দল বসুন্ধরা কিং। মোহামেডান স্পোটিং এর সঙ্গে ড্র করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের অভিষেকই দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা স্বাদ গ্রহন করলো।

নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে আগের দিন বৃষ্টি ও বজ্রপাতের কারণে দুই দলের মধ্যে লিগের দ্বিতীয় পর্বের ম্যাচ মিনিট তিনেক চলার পর স্থগিত হয়ে যায়। বৃহস্পতিবার বাকি সময়ের খেলা ১-১ ড্র হয়। প্রথম পর্বে মোহামেডানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল বসুন্ধরা।

আগের দিন চট্টগ্রাম আবাহনীর সঙ্গে আবাহনী লিমিটেড ড্র করায় বসুন্ধরার সামনে সমীকরণ আরও সহজ হয়ে যায়। শিরোপা জিততে তিন ম্যাচে দরকার ছিল ১ পয়েন্টের। শুরুতে পিছিয়ে পড়লেও পরে ঘুরে দাঁড়িয়ে প্রয়োজনীয় পয়েন্ট তুলে নেয় বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে সেরা হয়ে এবারই লিগে উঠে আসা দলটি।

চতুর্দশ মিনিটে এগিয়ে যায় লিগের শেষ দিকে ছন্দ ফিরে পাওয়া মোহামেডান। তকলিস আহমেদের শট গোলরক্ষক ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি। ফাঁকায় থাকা মালির ফরোয়ার্ড সুলেমানে দিয়াবাতে অনায়াসে জাল খুঁজে নেন। ৩৫তম মিনিটে জাহিদ হাসান এমিলির ক্রসে তকলিসের দুর্বল হেডে ব্যবধান দ্বিগুণ হয়নি।

৪১তম মিনিটে সমতার স্বস্তি ফেরে বসুন্ধরার শিবিরে। সোলেরার কর্নারে ছোট ডি-বক্সের মধ্যে থেকে হেডে লক্ষ্যভেদ করেন দি সিলভা। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের আরেকটি প্রচেষ্টা জমে যায় গোলরক্ষকের গ্লাভসে।

কর্দমাক্ত মাঠে দুই দলের দ্বিতীয়ার্ধের খেলায় আক্রমণের ধার তেমন একটা ছিল না। শেষ পর্যন্ত প্রথমার্ধের স্কোরলাইন ধরে রেখে শিরোপা উৎসবে মাতে বসুন্ধরা।

এবারই প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন উৎসব হলো ঢাকার বাহিরে। শিরোপা জয়ের পথে এর আগে টানা ১৪ ম্যাচ জয়ের রেকর্ড গড়ে বসুন্ধরা।

২২ ম্যাচে ১৯ জয়, দুই ড্র ও হারে ৫৯ পয়েন্ট বসুন্ধরার; দলটির হাতে আরও দুই ম্যাচ আছে পয়েন্ট আরও বাড়িয়ে নেওয়ার জন্য। ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গতবারের চ্যাম্পিয়ন আবাহনী।

বাংলাদেশ প্রিমিয়ার লীগ রোল অব অনার:

২০১৮-২০১৯ :  বসুন্ধরা কিংস

২০১৭-২০১৮ : আবাহনী লিমিটেড

২০২০১৬: আবাহনী লিমিটেড

২০১৪-২০১৫: শেখ জামাল

২০১৩-২০১৪: শেখ জামাল

২০১২-২০১৩: শেখ রাসেল

২০১২: আবাহনী লিমিটেড

২০১০-২০১১: শেখ জামাল

২০০৯-২০১০: আবাহনী লিমিটেড

২০০৮-২০০৯: আবাহনী লিমিটেড

২০০৭: আবাহনী লিমিটেড

# উল্লেখ্য ২০০৭ সাল থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চালুর পর থেকে রোল অব অনার।