স্পোর্টস ডেস্কঃ শ্রীলংকা সফরের জন্য আগেই ১৪ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সে দলে এবার জায়গা পেলেন পেসার শফিউল ইসলাম সুহাস। তাই আগামী ২৪ জুলাই দলের সাথে যোগ দিতে শ্রীলংকা উড়াল দিবেন এই পেসার।
জাতীয় দলের জার্সিতে সর্বশেষ খেলেছিলেন ২০১৬ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের সাথে সিরিজে। গত নিউজিল্যান্ড সফরেও ছিলেন দলের সাথে। তবে একটি ম্যাচও খেলার সুযোগ হয়নি। তাই কিউই ডেরায় গিয়ে পুরোটাই সময়ই বসে থাকতে হয়েছে ড্রাগ আউটে।
তবে দীর্ঘদিন দলের বাইরে থাকলেও ঘরোয়া লীগে দারুণ পারফর্ম করে আবারো দলে জায়গা করে নিলেন এই ডানহাতি পেসার। এখনো পর্যন্ত ৫৬ টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছেন শফিউল। ৫.৮৭ ইকোনমিতে তুলে নিয়েছেন ৬৩ উইকেট। উল্লেখ্য, ২০১১ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সময়োপযোগি ব্যাটিং করেছিলেন বগুড়ার এই পেসার। আর তাতে হারতে বসা ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম