আক্ষেপ রয়ে গেলো মিথুনের

স্পোর্টস ডেস্কঃ কলম্বোর পি সারা ওভালে একমাত্র প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলংকা বোর্ড একাদশকে তারা হারিয়েছে ৫ উইকেটে। আর তাতে বিরাট ভুমিকা রেখেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মো. মিথুন। খেলেছেন ৯১ রানের ইনিংস।
তবে ৯ রানের জন্য দেখা পাননি তিন অঙ্কের ম্যাজিক ফিগারের। যা নিশ্চয় পোড়াবে এ উইকেটকিপার-ব্যাটসম্যানকে। এদিন ২৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৮ রানেই দুই ওপেনারকে হারিয়ে বসে সফরকারীরা।
ব্যক্তিগত ১৩ রানে আউট হন সৌম্য এর তামিমের সংগ্রহ ছিল ৩৭ রান। এ দুজন আউট হলে মুশফিককে নিয়ে ৭৩ রানের জুটি করেন মিথুন। মুশফিক আউট হন ৪৬ বলে ৫০ রানের ইনিংস খেলেই। মুশফিক থেমে গেলেও থামেনি মিথুনের উইলো। চতুর্থ উইকেট জুটিতে মাহমুদউল্লাহকে নিয়ে স্কোরবোর্ডে যোগ করেন ৯৬ রান। ৩৭ রান করে ফিরে যান রিয়াদ।
এরপরও অবিচল ছিলেন মিথুন। তবে দল যখন জয় থেকে ২১ রান দুরে তখন কাসুন রাজিথার বলে আউট হয়ে সাজঘরে ফিরেন ৯ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত এই ব্যাটসম্যান।
