8:24 AM, 13 November, 2025

প্রস্তুতি ম্যাচে জয় পেলো বাংলাদেশ

bangfladesh

স্পোর্টস ডেস্কঃ শ্রীলংকার সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। মিঠুন-মুশফিকের দাপুটে ফিফটিতে শ্রীলংকা বোর্ড একাদশকে তারা হারিয়েছে ৫ উইকেটের ব্যবধানে।

তবে প্রস্তুতি ম্যাচ হলেও শ্রীলংকা দলে ছিল বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। কলম্বোর পি সারা ওভালে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান তুলে শ্রীলংকা বোর্ড একাদশ।

দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রানের ঝড়ো ইনিংস খেলেন দাসুন সানাকা। ছয়টি ৪ এবং ছয়টি ৬ এ ৬৩ বলে সাজানো ছিল তার ইনিংস। এছাড়াও শিহান জয়সুরিয়া এবং ভানুক রাজাপাকশে করেন যথাক্রমে ৫৬ এবং ৩২ রান।

বাংলাদেশের হয়ে ২ টি করে উইকেট নেন রুবেল হোসেন এবং সৌম্য সরকার। উইকেট নেয়ার পাশাপাশি এ দুজন ছিলেন অন্যদের তুলনায় মিতব্যয়ী। প্রতি ওভারে এরা খরচ করেছেন ৫ এর নিচে। জবাব দিতে নেমে দলীয় ৪৫ আর ব্যক্তিগত ১৩ রানে সাজঘরে ফিরেন সৌম্য সরকার। অন্য ওপেনার তামিম ইকবাল ফিরেন ৪৭ বলে ৩৭ রানের ইনিংস খেলেই। তবে মিডল অর্ডারে মিথুন-মুশফিক হাল ধরে দলকে জয়ের পথেই রাখেন।

১০০ র উপরে স্ট্রাইক রেটে ফিফটি করে মুশফিক আউট হলেও ক্রিজে ছিলেন আরেক ফিফটি করা ব্যাটসম্যান মিথুন। আউট হওয়ার আগে খেলেছেন মূল্যবান ৯১ রানের ইনিংস। এছাড়াও মাহমুদউল্লাহ এবং সাব্বির করেন ৩৩ এবং ৩১ রান্। আর তাতেই ১১ বল হাতে রেখেই ৫ উইকেটের জয়ে প্রস্তুতি শেষ করে সফরকারীরা।