ইতিহাস গড়া হলো না বসুন্ধরা কিংসের

মোঃ আলী আকবর রনী,ক্রিড়া প্রতিবেদক:
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের নবাগত দল বসুন্ধরা কিং। তারা প্রথম বার প্রিমিয়ার লীগে খেলতে এসেই এক অনন্য ইতিহাসের দাড় প্রান্ত থেকে ছিটকে গেল। সম্পূর্ণ লীগে তারা অপরাজিত থেকে গতকালকে সিলেট স্টেডিয়ামে শেখ রাসেল এর বিপক্ষে ম্যাচ হেরে তাদের আর ইতিহাস গড়া হলো না। কারণ কোন নতুন দল প্রিমিয়ার লীগে খেলতে এসে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব আর কোন দল ছিল না বাংলাদেশ লীগে।
সম্পূর্ণ লীগে বসুন্ধরা কিং অসাধারণ খেলা উপহার দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার লক্ষে গতকাল মুখোমুখি হয় শেখ রাসেল এর বিপক্ষে। বসুন্ধরা কিং চ্যাম্পিয়ন এর সকল আয়োজন যেন করেই রেখেছিল, কিন্তু তাদের অপেক্ষাটি আরও বাড়িয়ে দিল শেখ রাসেল ক্রিয়া চক্র। শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে জিতলেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয়ের উৎসব সারতে পারত বসুন্ধরা কিংস। কিন্তু হেরে গিয়ে অপেক্ষা বাড়ল। সিলেট জেলা স্টেডিয়ামে শনিবার শেখ রাসেলের বিপেক্ষ ১-০ গোলে হারে বসুন্ধরা কিংস।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০ ম্যাচ অজেয় থাকার পর প্রথম হারের স্বাদ পেল বসুন্ধরা। ২১ ম্যাচে ১৯ জয়ে ১ পরাজয় এবং ১ ড্রতে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। লিগ শিরোপা জিততে দরকার বাকি তিন ম্যাচ থেকে ৩ পয়েন্ট। অন্যদিকে শেখ রাসেল ২১ ম্যাচে ১৮ জয়ে ৪ পরাজয়ে এবং ৩ ড্রতে ৪৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে।
সিলেটে ম্যাচে খেলার ত্রিশ মিনিটে আজিজভ আলিশেরের ফ্রি-কিক বসুন্ধরা গোলরক্ষক আনিসুর রহমান জিকোর গ্লাভসে সরাসরি জমে যায়।
পাঁচ মিনিট পর মার্কোস দি সিলভার ভলি অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে গেলে এগিয়ে যাওয়া হয়নি বসুন্ধরা কিংসের। ২২তম মিনিটে ভালেরি গোলরক্ষক বরাবর দুর্বল শট নিয়ে শেখ রাসেলকে হতাশ করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতিআক্রমণ থেকে উজবেকিস্তানের ফরোয়ার্ড আলিশের এক ডিফেন্ডারকে কাটিয়ে জাল খুঁজে নেন।
পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে বসুন্ধরা মরিয়া হয়ে আক্রমণ শানালেও গোল পায়নি। দেনিয়েল কলিনদ্রেস সোলেরা, বখতিয়ার দুইশবেকভদের প্রচেষ্টা কখনও পোস্টের বাইরে দিয়ে উড়ে যায়, কখনও ফিরিয়ে দেন গোলরক্ষক।
