
স্পোর্টস ডেস্কঃ শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বলেছিলেন ইনজুরি নেই। তবে সন্ধ্যাতেই খবর এলো মাশরাফি বিন মোর্ত্তজা বড় ধরনের ইনজুরিতে পড়েছেন! পরে জানা গেলে বোলিং অনুশীলন করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। বিসিবি বলছে, শ্রীলঙ্কা সফরে অধিনায়কের খেলা হচ্ছে না।
বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘মাশরাফি সিরিজ থেকে ছিটকে পড়েছে। অন্তত তিন সপ্তাহ লাগবে চোট থেকে সেরে উঠতে।’
আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। শনিবার (২০ জুলাই) দেশ ছাড়বেন টাইগাররা। তার আগে শুক্রবার সংবাদ সম্মেলনের পর অনুশীলনে নামেন মাশরাফি।
বিশ্বকাপের সময় তিনি পুরোপুরি ফিট ছিলেন না। মাঠের পারফরম্যান্সে সেটা স্পষ্ট হয়েছে। এখন চোটের অবস্থা কী? এমন প্রশ্নে মাশরাফি এদিন বলেন, ‘বিশ্বকাপের পর দুইদিন অনুশীলন করেছি, তেমন কোনো ব্যথা হয়নি।’
এরপর সন্ধ্যায় ফ্লাড লাইটের আলোয় অনুশীলনেই সর্বনাশ। আঘাত পান পুরোনো জায়গায়।
মাশরাফির পাশাপাশি এই সফরে পাওয়া যাবে না সাকিব আল হাসানকে। বিয়ের কারণে ছুটিতে আছেন লিটন দাসও।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম