স্পোর্টস ডেস্কঃ ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের কথা। গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। পরে ব্যাট করে শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ১১ রান। তবে প্রথম ৩ বলেই মুশফিক-রিয়াদ মিলে করে ফেলেছিলেন ৯ রান। পরে বাউন্ডারি মেরে দলকে জিতাতে গিয়ে চতুর্থ বলে মুশফিক এবং পঞ্চম বলে আউট হয়ে ফিরেছিলেন রিয়াদ। তাই জয়ের খুব কাছে এসেও হারতে হয়েছিল বাংলাদেশকে।
তাই এবার মুশফিকের সেই মুহূর্তকে স্মরণ করলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ১৫ রান। আর শেষ ২ বলে দরকার ছিল ৩ রান। কিন্তু তড়িঘড়ি করেননি স্টোকস। তার মনে পড়ে যায় বাংলাদেশ-ভারত ম্যাচের কথা। তিনি বলেন, ‘শেষ বলে আমি টি-২০ বিশ্বকাপের ভারত-বাংলাদেশ ম্যাচের কথা স্মরণ করেছিলাম। লক্ষ্যে পৌঁছাতে মাত্র কয়েক রান তুলে ছিল। কিন্তু বড় শট খেলতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন মুশফিক। রোমাঞ্চকর জয়ের সেমিতে উঠে ভারত।’
মূলত ওই কথা মাথায় আসতেই তাড়াহুড়ো করেননি স্টোকস। তিনি বলেন, ‘ছক্কা মেরে আমি হিরো হতে চাইনি। এক রান নিয়ে ম্যাচটা সুপার ওভারে নিয়ে যেতে চেয়েছিলাম। সর্বোপরি, ক্রিকেট নিয়ন্ত্রকের হাতে ভাগ্য ছেড়ে দিতে চেয়েছিলাম।’
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম