11:45 AM, 13 November, 2025

সাকিব টুর্নামেন্ট সেরা না হওয়ায় ফেসবুকে ঝড়

image-70668-1562984701

স্পোর্টস ডেস্কঃ সাকিব আল হাসান মানেই ব্যাট-বলে সমান তালে এগিয়ে চলা। এর প্রমাণ বিশ্ববাসী আগেই দেখেছে। দুই বিভাগেই পারফর্ম করে শেষ এক দশকের প্রায় সময়ই শীর্ষ অলরাউন্ডারের জায়গা ধরে রেখেছেন মাগুরার এই ক্রিকেটার।

এর ব্যত্যয় ঘটেনি এবারের বিশ্বকাপে। ৮ ম্যাচে ২ সেঞ্চুরি আর ৫ ফিফটিতে করেছেন ৬০৭ রান। আর বল হাতে তুলে নিয়েছেন ১১ উইকেট। তাই এবারের আসরের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে ছিলেন এই তারকা ক্রিকেটার। প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিল রোহিত শর্মা, মিচেল স্টার্ক, জোফরা আর্চারদের মতো ক্রিকেটাররা।

কিন্তু সবাইকে পেছনে ফেলে টুর্নামেন্ট সেরার পুরষ্কার উঠেছে কেন উইলিয়ামসনের হাতে। এজন্য অবশ্য যৌক্তিক কারণও কম নেই। ব্যাট হাতে প্রায় একাই দলকে টেনে নিয়েছেন। সাথে অসাধারণ নেতৃত্ব। দুইয়ে মিলে ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। আর এর পিছনে সিংহভাগ ভূমিকা যাবে নিউজিল্যান্ড কাপ্তানের ঘরেই।

তবে ৬০৭ রান আর ১১ উইকেট পেয়েও সাকিবকে টুর্নামেন্ট সেরা না করায় সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্ষোভ জানিয়েছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশ্বের অনেক দর্শক। তাদের মতে এটা প্রাপ্য ছিল সাকিবের জন্য।