ইংল্যান্ডের দরকার ২৪২

স্পোর্টস ডেস্কঃ বহুল প্রতিক্ষীত ৪৪ দিনের যাত্রা শেষ হচ্ছে আজ। শেষ হচ্ছে ক্রিকেটের ১২ তম বিশ্ব আসরের। এ নিয়ে জল্পনা-কল্পনার ঘাটতি ছিল না গোটা ক্রিকেট দুনিয়ায়। কে হবে এবারের চ্যাম্পিয়ন? প্রশ্নটি এতোদিন সবার মাঝেই ছিল। অবশেষে আজ সে প্রশ্নের অবসান ঘটতে যাচ্ছে।
৮ দলকে হটিয়ে লর্ডসের সবুজ প্রাঙ্গনে মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। আর তাই বিশ্ববাসী কিছুক্ষণ পরই পেয়ে যাবে নতুন চ্যাম্পিয়নদের।
লর্ডসে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। দলীয় ২৯ রানে ক্রিস ওকসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন পুরো টুর্নামেন্টে ব্যর্থ হওয়া মার্টিন গাপটিল। এরপর নিকোলাসের সাথে ৭৪ রানের জুটি ধরেন উইলিয়ামসন। তবে লিয়াম প্লাঙ্কেটের বলে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরেন এই ডানহাতি। আর ৫৫ করে আউট হন নিকোলাস। ফর্মে থাকা টেইলরও। আউট হয়ে গেছেন মাত্র ১৫ রান করেই। এছাড়া জিমি নিশামের ব্যাট থেকে আসে ১৯ রান।
তবে হাল ধরার চেষ্টা করেন টম লাথাম। আউট হওয়ার আগে তিনি খেলেন ৪৭ রানের ইনিংস। আর কলিন ডি গ্রান্ডহোম ২৮ রান করলে ৫০ ওভার শেষে নিউজিলান্ডের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৪১ রান। ইংল্যান্ডের হয়ে ৩ টি করে উইকেট নেন ক্রিস ওকস এবং পান লিয়াম প্লাঙ্কেট। এছাড়া উড ও আর্চার নেন ১টি করে উইকেট।
