ফাইনালে এক টিকিটের দাম ১৭ লাখ টাকা!

স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট নিয়ে ভক্তদের মাতামাতির শেষ নেই। আর সেটা যদি হয় বিশ্বকাপের মতো আসর তাহলে তো কথাই নেই। কোনভাবেই বাদ দেয়া যাবে না একটি ম্যাচ। মাঠে বসেই সমর্থন দিতে হবে প্রিয় দলকে। তাতে চড়া মূল্য খোয়া গেলেও ভাবেন না ভক্তরা।
তাই বলে একটি টিকিটের দাম ১৭ লাখ! হ্যাঁ এটাই সত্য। লর্ডসে আজ বসবে ১২ তম ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। আর ম্যাচকে ঘিরে একটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার পাউন্ড। যা বাংলাদেশি টাকায় ১৭ লাখ টাকা।
এর উপর বাধ সেধেছে ভারতীয় সমর্থকরা। কারণ তাদের দখলে আগেই প্রায় অর্ধেক টিকিট চলে গেছে। তবে ভারত সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় শংকা বেড়েছে পিছে ভারতীয়রা কয়েকগুণ দামে টিকিট ব্ল্যাকে টিকিট বেঁচে দেয়। অবশ্য টিকিট ফেরতেরও নিয়ম রয়েছে। এখন দেখার বিষয় সে পথে ভারতীয় সমর্থকরা হাটে কিনা, নাকি চড়াও দামে টিকিট হস্তান্তর করে। তবে আইসিসি ব্ল্যাকে টিকিট বিক্রির উপর কড়া নজরদারি রেখেছে। সাথে বন্ধ করে দেয়া হয়েছে টিকিট বিক্রি সংক্রান্ত বেশ কয়েকটি ওয়েবসাইড।
