প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০১৯, ১:১১ পি.এম
এএফসি কাপে বাংলাদেশের আবাহানি লিঃ এর শুভ সূচনা
মোঃ আলী আকবর রনী, ক্রীড়া প্রতিবেদকঃ
গতকাল এএফসি কাপের প্রথম ম্যাচ খেলতে নামে বাংলাদেশের আবাহানি লিঃ। প্রতিপক্ষ ছিল নেপালের লিগ চ্যাম্পিয়ন মানাঙ্গ মারসিংডি। প্রথম ম্যাচেই জয় তুলে নেয় আবাহানি লিঃ।
খেলার প্রথম ২৮ মিনিটের মাথায় বাংলাদেশের রুবেল মিয়ার এসিষ্টে গোল করেন আফগানিস্তান তারকা মাসি সিঙ্গহানি। খেলাটি আক্রমন ও পাল্টা আক্রমনে জমে উঠে। খেলার বল পজিশনে নেপালি লিগ লিডাররা এগিয়ে থাকলেও আবাহানি লিঃ এর ডিফেন্ডার ও গোলকিপার সোহেল এর দৃঢ়তায় কোন গোল করতে পারে নি।
শেষ পর্যন্ত খেলায় আর কোন গোল না হওয়ায় বাংলাদেশের পক্ষে আবাহানি লিঃ ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। গতকালটি ছিল বাংলাদেশের কোন ক্লাবের জন্য এএফসি কাপে একটি স্বরণীয় দিন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম