প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৭:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০১৯, ১২:৪৭ পি.এম
লা লিগায় রিয়াল মাদ্রিদের আবারও হোচঁট

মোঃ আলী আকবর রনী
ক্রীড়া প্রতিবেদক:
লা লিগায় রিয়াল মাদ্রিদের আবারও হোচঁট।রিয়াল মাদ্রিদের দূর্ভাগ্য যেন সঙ্গি হয়ে দাড়িয়েছে। এক মৌসুমে তিনটি কোচ পরিবর্তন করেও হারের গন্ডি থেকে বের হতে পারছে না। আবারও লা লাগিয়ায় গত রাতে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলের হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হলো। জিদান দ্বিতীয়বার রিয়ালের দায়িত্ব নেয়ার পর তার প্রথম ম্যাচ ছিল এটি। কিন্তু তার প্রত্যাবর্তনটি সুখকর হলোনা। প্রথম ম্যাচেই তাকে হারের স্বাদ নিতে হলো।
খেলার ৩৫ মিনিটের মাথায় রিয়ালের জালে ভ্যালেন্সিয়ার পক্ষে প্রথম গোলটি আসে স্প্যানিস তারকা কার্লোস সোলার এর এ্যাসিস্টএ গোল করেন পূর্তগাল তারকা গঞ্জালো গুয়েডেস। ভ্যালেন্সিয়ার ১ গোলের লিড নিয়ে দুদল বিরতী যায়। দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটের মাথায় আবারও রিয়ালের জালে ভ্যালেন্সিয়ার পক্ষে কর্ণার থেকে হেড দিয়ে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন ডিফেন্ডার ই গ্রে।
খেলার অতিরিক্ত সময়ে রিয়াল পক্ষে সান্তনাসূচক গোলটি আসে লুকা মদ্রিদ এর কর্ণার কিক থেকে হেড দিয়ে গোল করেন ফরাসি তারকা কারিম বেঞ্জামা। উক্ত গোলে শুধু হারের ব্যবধানই কমে রিয়াল এর। গতকালকের খেলার শেষে লা লিগায় রিয়াল মাদ্রিদের ৩০ ম্যাচে ৯ হার নিয়ে পয়েন্ট টেবিলের ৩য় স্থান এ আছে। যথাক্রমে পয়েন্ট টেবিলের ১ম স্থানে আছে বার্সালোনা ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম