6:23 AM, 13 November, 2025

খেলা শুরু হতেই শোচনীয় ভারত!

india_49

স্পোর্টস ডেস্কঃ বৃষ্টিবিঘ্নিত প্রথম সেমিফাইনালে ভারতে ২৪০ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। কিন্তু শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ভারতীয় শিবিরে প্রথম পেরেকটা ঠুকে দেন ম্যাট হেনরি। দলীয় ৪ রানে রোহিত শর্মাকে টম লাথামের ক্যাচে পরিণপত করেন এই পেসার। ফিরে যাওয়ার আগে রোহিরের সংগ্রহ ছিল মাত্র ১ রান।

এরপর আঘাতটা হানেন আরেক ফার্স্ট বোলার ট্রেন্ট বোল্ট। দলীয় ৫ রানের সময় ব্যক্তিগত ১ রানে থাকা কোহলিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই বাঁহাতি। লোকেশ রাহুলকে আবারো টম লাথামের ক্যাচ বানিয়ে ম্যাচে ২য় উইকেটের দেখা পান ম্যাট হেনরি। আর তাতেই ৫ রানে ৩ উইকেট হারিয়ে বসে ভারত।

এর আগে রস টেলরের ৭৪ এর উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৯ রান করে ব্যাকক্যাপরা। এছাড়াও কেন উইলিয়ামস খেলেন ৬৭ রানের ইনিংস। ভারতের হয়ে ৪৩ রানে ৩ উইকেট নেন ভুবনেশ্বর কুমার। এছাড়াও বাকিরা নেন ১ টি করে উইকেট।