
স্পোর্টস ডেস্কঃ এবারের বিশ্বকাপে শুরু থেকেই বাগড়া দিয়ে আসছে বৃষ্টি। গ্রুপ পর্বের দিকে বৃষ্টিতে কয়েকটি ম্যাচ পন্ডও হয়ে গেছে। এরপর মঙ্গলবার সেমিফাইনালের প্রথম ম্যাচে আবার বৃষ্টির হানা। বিশ্বকাপ ইতিহাসেরই সবচেয়ে বেশি, ৪টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে এবার। এছাড়াও বেশ কয়েকটি ম্যাচে বৃষ্টি হানা দিয়েছিল। যদিও শেষ পর্যন্ত ডি/এল মেথডে শেষ করতে হয়েছিল ওই ম্যাচগুলো।
ইংল্যান্ডের আকাশ বলছে, বিশ্বকাপের দুই সেমিফাইনালের দিনতো বটেই, দুই ম্যাচের রিজার্ভ ডেতেও প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
গতকাল ওল্ড ট্র্যাফার্ডে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডকে ম্যাচ শেষ করতে দেয়নি বৃষ্টি। ইনিংসের ৪৬.১ ওভারের বৃষ্টির দাপটে আর একটি বলও গড়ায়নি। বাকি খেলাটা আজ বুধবার রিজার্ভ ডেতে হবে।
এবার আশংকা জেগেছে কোনো মতে রিজার্ভ ডের কল্যাণে সেমিফাইনাল পার করা যাবে হয়তো কিন্তু ফাইনালেও যদি এমন ঝুম বৃষ্টিতে তলিয়ে যায় মাঠ তবে?
এর পর ফাইনালের জন্য বরাদ্দ রিজার্ভ ডেতেও যদি বৃষ্টি মাঠে বল না গড়াতে দেয় তবে? কোন দলের কাছে শিরোপা যাবে? অর্থাৎ চ্যাম্পিয়ন ধরা হবে কাকে?
ক্রিকেটপ্রেমীদের এসব প্রশ্নে মুখরিত এখন আইসিসির পেজ। এ বিষয়ে অবশ্যই আইসিসি নিয়ম তৈরি করে রেখেছে।
আইসিসির নিয়ম অনুসায়ী, সেমিফাইনালের কোনো ম্যাচ পুরোপুরি বৃষ্টিতে ভেসে গেলে প্রথম পর্বের পয়েন্ট টেবিলকে ধরে ফাইনালিস্ট নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে প্রথম পর্বের পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দলই পৌঁছে যাবে ফাইনালে।
কিন্তু বৃষ্টির কারণে যদি ফাইনালই পণ্ড হয় তবে?
আইসিসি কোনো দলকেই অখুশি রাখবে না। দুই ফাইনালিস্টের মাঝে হবে শিরোপা ভাগাভাগি। অর্থাৎ আইসিসির নিয়মানুসারে প্রথমবারের মতো বিশ্বকাপে দেখা যাবে যৌথ চ্যাম্পিয়ন।
সে হিসাবে বিশ্বকাপে লেখা হবে নতুন ইতিহাস। এর আগের ১১টি বিশ্বকাপের একক চ্যাম্পিয়নের ইতিহাসকে ভেঙে যৌথ চ্যাম্পিয়নের ইতিহাস লিখবে বৃষ্টি ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম