12:01 PM, 13 November, 2025

টাইগার বোলার, ফিল্ডারদের বদান্যতায় পাকিস্থানের সংগ্রহ ৩১৫

untitled-1_119

স্পোর্টস ডেস্কঃ ইতমধ্যেই টুর্ণামেন্ট থেকে বিদায় ঘন্টা বেজে গেছে বাংলাদেশ এবং পাকিস্থানের। শেষ ম্যাচ খেলতে তাই  মাঠে নেমেছে এ দু দল। আর  লর্ডসে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্থান।

কিন্তু বাজে বোলিং আর  ফিল্ডিংয়ে দলীয় স্কোরকে বাড়িয়ে নিয়ে গেছেন বাবর আজম আর ইমামুল হক। দ্বিতীয় উইকেট জুটিতে এ দুজন মিলে তুলেছেন ১৫৭ রান। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন বাবর আজম। সাইফুদ্দিনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হওয়ার আগে খেলেছেন ৯৬ রানের ইনিংস। তবে সেঞ্চুরি করতে ভুল করেননি ইমামুল হক। মুস্তাফিজের বলে ফিরে যাওয়ার আগে খেলেছেন ১০০ রানের ইনিংস।

অবশ্য এরপর মাত্র ১১ রানের ব্যবধানে পাকিস্থান হারায় মোহাম্মদ হাফিজ এবং হারিজ সোহেলের উইকেটও। তবে শেষদিকে ইমাদ ওয়াসিম ঝড়ো ৪৩ রানের ইনিংস খেললে ৫০ ওভার শেষে পাকিস্থানের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ৩১৫। বাংলাদেশের হয়ে আজও মুস্তাফিজ নিয়েছেন ৫ উইকেট। এছাড়াও সাইফুদ্দিনের সংগ্রহ ৩ উইকেট। তবে এ দুইজনই ছিলেন বেশ খরুচে। ওভারপ্রতি সাইফুদ্দিন এবং মুস্তাফিজের ব্যয় ছিল যথাক্রমে ৮.৫৬  এবং ৭.৫০। এ দুজনের খরুচে বোলিংয়ের দিনে বেশ কিপটে ছিলেন মেহেদী মিরাজ। ১০ ওভার করে ১ টি উইকেটের বিনিময়ে দিয়েছেন মাত্র ৩০ রান।