2:02 PM, 13 November, 2025

ফখর জামানকে ফিরালেন সাইফুদ্দিন

untitled-1-recovered_406

স্পোর্টস ডেস্কঃ ফখর জামানকে ফিরিয়ে পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানলেন সাইফুদ্দিন। ব্যক্তিগত ১৩ আর দলীয় ২৩ রানের মাথায় মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার।

এর আগে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্থান। শুরু থেকেই পাকিস্থানের টুটি চেপে ধরেন মিরাজ। কিপটে মিরাজের বোলিংয়ের বিপক্ষে রান ই পাচ্ছেন না পাক ব্যাটসম্যানরা। মিরাজের মতো মিতব্যয়ী ছিলেন না সাইফুদ্দিন। ওভারপ্রতি দিয়ে যাচ্ছেন ৬ এর মতো রান। তবে ফখর জামানকে ফিরিয়ে পুষিয়ে দিলেন এই বোলিং অলরাউন্ডার।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে পাকিস্তান করেছে ৬৬ রান।

সেমির আশা শেষ হওয়ায় আজকেই শেষ ম্যাচ উভয় দলের। দুই দলই তাই মরিয়া হয়ে আছে ম্যাচ জিততে। তবে শেষ হাসি কে হাসে তা দেখতে অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ পর্যন্ত।