
স্পোর্টস ডেস্কঃ দেড় যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে খেলেছেন অনেক ম্যাচ। সাথে নেতৃত্ব দিয়েছেন। অন্ধকার থেকে দলকে নিয়ে গেছেন আলোয়। আর বাংলাদেশ ক্রিকেটের এই মহানায়ক আজ বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন। এরপর তাকে আর দেখা যাবে না বিশ্বমঞ্চের আঙ্গিনায়।
এর পাশাপাশি গুঞ্জন উঠেছিল লর্ডসেই পাকিস্তানের বিপক্ষে হতে যাচ্ছে মাশরাফির ক্যারিয়ারের শেষ ম্যাচ। কথাটি আদৌ কতটুকু সত্য তা নিয়ে সন্দেহ আছে। তবে এই ম্যাচটি বিশ্বকাপে মাশরাফির শেষ ম্যাচ হলেও রাঙাতে পারেনি নিজের মতো করে। ৭ ম্যাচ থেকে নিয়েছেন মাত্র ১ টি উইকেট। সাথে ইকিনমিতেও ছিলেন হাতখোলা। ওভারপ্রতি দিয়েছেন ৭ এর উপর রান।
তবে মাশরাফি চাইবেন আজকের ম্যাচে ভালো কিছু করে বিশ্বকাপের শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখতে। আর এমন কিছু হলে কিছুটা প্রলেপ পড়বে তাকে নিযে করা বাজে মন্তব্যে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম