যে ৩ ভুলে ডুবেছে বাংলাদেশের সেমির স্বপ্ন

স্পোর্টস ডেস্কঃ সেমিফাইনালে খেলতে না পারার জন্য মূলত নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারতের সাথে ম্যাচ হারাকেই দায়ী করছেন সবাই। এই তিনটি প্রতিপক্ষ শক্তিশালী হলেও নিজেদের ভুলই এখানে বেশি ছিল। প্রথমত বলতে হয় নিউজিল্যান্ড ম্যাচের কথা। সে ম্যাচে আগে ব্যাট করে ব্ল্যাকক্যাপসদের ২৪৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল টাইগাররা।
যা অনেক সহজ মনে হলেও তা আকাশসম কঠিন হয়ে যেতো যদি না মুশফিক উইলিয়ামসনকে রান আউট করতে গিয়ে নিজ হাতে স্ট্যাম্প ভাঙতেন।
এরপর অস্ট্রেলিয়া পর্ব। এদিন শুরুতেই ক্যাচ তুলে দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু বিধিবাম। তা লুফে নিতে ব্যর্থ হয়েছিল সাব্বির। আর সে সুযোগকে কাজে লাগিয়ে ১০ রানকে ১৫৬ তে নিয়ে গেছেন ওয়ার্নার। আর তাই অস্ট্রেলিয়াও উঠে যায় রান পাহাড়ে।
আর সবশেষ ভুলটি হয়েছিল ভারতের সাথে ,ম্যাচে। এদিন তামিম যা করেছিলেন, তা নিশ্চিত অনেকদিন তার রাতের ঘুম কেড়ে নিবে। কারণ চট্রলার এ ওপেনার যখন রোহিত শর্মার ত্যাচ ছাড়ে তখন তার সংগ্রহ ছিল মাত্র ৪ রান। কিন্তু তামিমের দেয়া ভালোবাসাকে কাজে লাগিয়ে রোহিত থেমেছেন বিশ্বকাপে নিজের ৩য় সেঞ্চুরি করেই। তাই শুরুতেই ব্রেকথ্রু থেকে বঞ্চিত হওয়া বাংলাদেশ জিততে পারেনি নিজেদের মাস্ট উইন গেমে।
