৪৪ বছর পর কোপার ফাইনালে পেরু

স্পোর্টস ডেস্কঃ টানা দুই বারের চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে বাজিমাত করল পেরু। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হলেও চিলিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে ৪৪ বছর পর ল্যাটিনদের সেরা হওয়ার মঞ্চের ফাইনালে উঠেছে তারা।
প্রথমার্ধেই দুর্দান্ত শুরু করে বিস্ময় জন্ম দেয় পেরু। এগিয়ে যায় দুই গোলের ব্যবধানে। এদিকে অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে চিলি পেনাল্টি পেলেও পেরুর গোলরক্ষক তা রুখে দেয়। ফলে বড় ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় ভিদাল-সানচেজদের।
এ হারে কোপা আমেরিকায় আর্জেন্টিনার রেকর্ড টানা তিন শিরোপা জয়ে ভাগ বসানো থেকে বঞ্চিত হতে হলো চিলি।
