12:01 PM, 13 November, 2025

ইংল্যান্ডের সংগ্রহ ৩০৫ রান

england-vs-new-zealand

স্পোর্টস ডেস্কঃ রাউন্ড রবিনের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। ১১ পয়েন্ট নিয়ে সেফ জোনেই আছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের কাছে আজ যদি নিউজিল্যান্ড হেরেও যায় তবুও সেমিফাইনালে খেলতে খুব বেশি সমস্যা হবে না তাদের।

কারণ বাংলাদেশের সাথে শেষ ম্যাচে পাকিস্থান জিতে গেলেও রান রেটে পিছিয়ে পড়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে সরফরাজ আহমেদের দলকে। তবে যদি বাংলাদেশকে তারা বড় ব্যবধানে হারাতে পারে সেটা হবে ভিন্ন কথা।

অন্যদিকে ৮ ম্যাচ থেকে স্বাগতিকদের সংগ্রহ ১০ পয়েন্ট। তাই সেমিতে খেলতে আজ জয়ের বিকল্প নেই ইংলিশদের। কারণ আজ হারলে তাদের থাকতে হবে বাংলাদেশ-পাকিস্থান ম্যাচের দিকে। তাই অন্যের দিকে না তাকিয়ে থেকে মরগানেরা চাইবে আজই সেমিফাইনালের পথটা পরিষ্কার করতে।

এমন সমিকরণে রিভার সাইড গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরুটাও হয় আশাজাগানিয়া। মাত্র ১৮.৪ ওভারেই জেসন রয় এবং জনি বেয়ারস্টো মিলে তুলেন ১২৩ রান। জিমি নিশামের বলে আউট হওয়ার আগে রয় খেলেন ৬১ বলে ৬০ রানের ইনিংস। এরপর জো রুটকে নিয়ে ৬৯ রানের আরো একটি জুটি গড়েন জনি। সাথে পান তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা। আউট হওয়ার আগে খেলেন ৯৯ বলে ১০৬ রানের দারুণ কার্যকরী ইনিংস। এর আগে ট্রেন্ট বোল্টের বলে ২৪ রান করেই সাজঘরে ফিরেছেন রুট।

এছাড়াও মরগান করেন ৪২ রান। আর শেষের দিকে আদিল রশিদ ১৬ রান করলে ৫০ ওভারে 8 উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩০৫ রান।