11:45 AM, 13 November, 2025

ভারতের সংগ্রহ ৩১৪ রান

bangladesh-vs-india_0

স্পোর্টস ডেস্কঃ শুরুটা দারুণ করেছিল দুই ওপেনার রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। উদ্ভোধনী জুটিতে উড়ন্ত সূচনা করে এ দুজন। কিন্তু ব্যক্তিগত ১০৪ রানে সৌম্যর বলে রোহিত শর্মা আউট হলে ভাঙে ১৮০ রানের জুটি। এর কিছুক্ষনপর ফিরে যান রাহুলও।

এরপর ২৩৭ রানের মাথায় পরপর দুই উইকেট তুলে নিয়ে দলকে কিছুটা শান্তি এনে দেন মুস্তাফিজ। সেট হয়েও বেশিদূর যায়নি পান্তের ইনিংস। আউট হয়েছেন ব্যক্তিগত ৪৮ রানে। এরপর শেষের দিকে ধোনি ৩৫ করলে ৫০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৩১৪ রান।

বাংলাদেশের হয়ে মুস্তাফিজ নেন ৫টি উইকেট। এছাড়াও রুবেল, সৌম্য ও সাকিব নেন ১ টি করে উইকেট।