ভারতকে ৩৩৮ রানের লক্ষ্য ছুড়ে দিলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্কঃ অনিশ্চয়তার খেলা ক্রিকেটে শেষ বলে কিছু নেই। তাইতো সেমিফাইনালের দোড়গোড়ায় এসেও এখনো চূড়ান্ত হয়নি সেমির লাইন-আপ। এমনকি শঙ্কায় ভুগছে ইংল্যান্ড, ভারতের মতো দলও। কারণ বিশ্ব ক্রিকেটের এই শাসক দেশদুটি এখনো পয়েন্ট টেবিলে নিরাপদ নয়। তবে ইংল্যান্ডের অবস্থা একটু বেশিই গুরুতর।
এমন অবস্থায় আজ মাঠে নেমেছে ইংল্যান্ড-ভারত। এচজবাস্টনে টসে জিতে আজে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। আর শুরুটা এক কথায় দারুন করে ইংলিশরা। ২২.১ ওভারেই দুই ওপেনার জেসন রয় এবং জনি বেয়ারস্টো মিলে প্রথম উইকেট জুটিতে স্কোরবোর্ডে তুলেন ১৬০ রান। ৬৬ করে কুলদ্বীপ যাদবের শিকার হন রয়্ এরপর জো রুটকে নিয়ে ৪৫ রানের আরো একট জুটি গড়েন বেয়ারস্টো। আউট হওয়ার আগে খেলেন দলীয় সর্বোচ্চ ১১১ রানের ঝলমলে এক ইনিংস।
বেশিক্ষণ টিকেনি মরগান। আউট হয়ে গেছেন মাত্র ১ রান করেই। আর দলীয় ২৭৭ এবং ব্যক্তিগত ৪৪ রানে ফিরে যান জো রুট। তবে একপ্রান্তে বিধ্বংসী মেজাজে ব্যাট চালাতে থাকে বেন স্টোকস। শেষ পর্যন্ত খেলেন ৫৪ বলে ৭৮ রানের ইনিংস। এছাড়াও ৮ বলে দ্রুত ২০ রানের আরো একটি ইনিংস আসে জস বাটলারের ব্যাট থেকে। আর তাতেই ৭ উইকেটে ৩৩৭ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড।
চাহাল, কেদারের ব্যর্থতার দিনে এদিন আলা ছড়ান ফাস্ট বোলার মোহাম্মদ শামি। ৬৯ রান খরচায় সাজঘরে ফেরান ৫ ইংলিশ ব্যাটসম্যানকে। এবং এছাড়াও কুলদ্বীপ ইয়াদব এবং বুমরা নেন ১ টি করে উইকেট।
