মোঃ আলী আকবর রনী,ক্রিড়া প্রতিবেদক:
কোপা-২০১৯এর দ্বিতীয় কোয়াটার ফাইনালে ভেনেজুয়েলাকে ২-০ গোলে পরাজিত করে আর্জেন্টিনা সেমিফাইনালে উর্ত্তীর্ণ। আর্জেন্টিনার পক্ষে গোল দুটি করেন ‘লাউতারো মার্তিনেস’ এবং ‘জিওভানি লো সেলসো।
রিও দে জেনেইরোয়তে বাংলাদেশ সময় ২৯ তারিখ রাত ১ টা অনুষ্ঠিত হয় আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলার মধ্যে দ্বিতীয় কোয়াটার ফাইনাল। খেলার প্রথম থেকেই আর্জেন্টিনা তাদের আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। কিন্তু ভেনেজুয়েলার মারমুখি এবং রক্ষণভাগের দৃঢ়তায় প্রায় প্রতিটি আক্রমণই নৎসাত হয়ে যাচ্ছিল। এদিন বল দখলে ভেনেজুয়েলা আর্জেন্টিনার থেকে এগিয়ে থাকলেও আক্রমণ এর দিক থেকে পিছিয়ে ছিল। আর্জেন্টিনার গোলবার লক্ষে শট নেয় মোট সাতটি অন্যদিকে ভেনেজুয়েলা মাত্র একটি শট নিতে পারে।
খেলার একেবারে প্রথমেই গোল আদায় করতে পারত আর্জেন্টিনা। খেলার তৃতীয় মিনিটেই মার্টিনেসের কৌশলী পাস থেকে ডি-বক্সের ভিতরে বল পেয়ে গোলবারের কোনা বরাবর থেকে এগুয়েরোর শট ভেনেজুয়েলার গোল রক্ষ দারুন দক্ষতায় কর্ণানের বিনিময়ে রক্ষা করেন।
আর্জেন্টিনাকে বেশি সময় নিতে হয়নি গোল আদায় করতে, ঠিক চার মিনিট পরই মেসির কর্ণার থেকে বল ভেনেজুয়েলার রক্ষনভাগ ক্লিয়ার করতে ব্যর্থ
হন, বল পেয়ে যান আগুয়েরো। আগুয়োরের প্রচন্ড শটে মার্তিনেসের বেক হিলে দারুন এক গোল উপহার দেন আর্জেন্টিনার পক্ষে।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই আর্জেন্টিনা গোল সংখ্যা দ্বিগুন করতে পারতো। কাউন্টার এ্যাটাক থেকে পাওয়া বলে মার্তিনেসের শট লক্ষ্যভ্রষ্ট হয়। খেলার ৭৪মিনিটের সময় এগুয়োরের ডি-বক্সের বাহির থেকে শট নেওয়া একটি বল ভেনেজুয়েলার গোলরক্ষক ঠিকভাবে গ্রিপ করতে ব্যর্থ হয়, বল হাত ফসকে সামনে চলে আসলে আর্জেন্টিনার ভিওভানি লো সেলেসো দৌড়ে গিয়ে টোকা দিয়ে বল জালে জড়িয়ে দিয়ে আর্জেন্টিনাকে দুই গোলের লিড এনে দেয়।
খেলার বাকী সময়ে আর কোন দল গোল করতে না পারায় আর্জেন্টিনা ২-০ গোলে জয় নিয়ে সেমিফাইনালে ব্রাজিলের সঙ্গি হয়।
খেলা শেষে মেসি বলেন, “এটা আমার সেরা কোপা আমেরিকা নয়। যেটা আশা করেছিলাম, সেভাবে আমি খেলছি না। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দলের জয়।” নিজের খেলায় সন্তুষ্টি না থাকলেও দলের খেলার খুশি মেসি।
“ভেনেজুয়েলা যখন গোলের খোজে ছিল, তখন আমরা তাদের কোন রকম সুযোগ দেয়নি, এটাই বড় পাওয়। খেলাটিতে আমরা খুবই নিবিড় ভাবে প্রস্তুত ছিলাম এবং দ্রুত আক্রমণ করার জন্য প্রস্তুত ছিলাম।
আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় বেলো হরিজন্তেয় ব্রাজিলের মুখোমুখি হবে ১৯৯৩ সালে সর্বশেষ কোপা আমেরিকার শিরোপা জেতা আর্জেন্টিনা। স্বাগতিক ব্রাজিলকে আরও বেশি সমীহ করছেন মেসি।
“সেমি-ফাইনালে উঠতে পেরে আমরা খুশি। সেমিতে আমরা ব্রাজিলকে পাচ্ছি। তারা কঠিন এক প্রতিপক্ষ হবে; কেননা, তাদের দলে দারুণ সব খেলোয়াড় আছে।”
“দলীয় এবং ব্যক্তিগত পর্যায়ে তারা শক্তিশালী। এর ওপর তারা স্বাগতিক। আমার বিশ্বাস আজ আমরা আরেকটা ধাপ পেরিয়েছি।”
২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের পর ভেনেজুয়েলা ম্যাচ দিয়ে প্রথম মারাকানা স্টেডিয়ামে খেললেন মেসি। ম্যাচ শেষ মাঠের কড়া সমালোচনা করেন তিনি।
“মাঠগুলোতে খেলা আসলে খুবই কঠিন। এগুলো ভালো ফুটবলের সহায়ক নয়। মাঠগুলোর বাজে অবস্থায় আছে।”
প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়ে সেমি-ফাইনালে ওঠার পর ব্রাজিল কোচ তিতেও পোর্তো আলেগ্রের মাঠের কড়া সমালোচনা করেছিলেন।
বেলো হরিজন্তেতে বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল সাড়ে ছয়টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী দুই দল।
অনদিকে দিনের অন্য ম্যাচে কলোম্বিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন চিলি।
শুরুর চার শটে দুই দল গোল পাওয়ার পর পঞ্চম শট পোস্টের বাইরে মারেন কলম্বিয়ার উইলিয়াম তেসিলো। পঞ্চম শটে আলেক্সিস সানচেস লক্ষ্যভেদ করলে উৎসবে মাতে চিলি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম