11:45 AM, 13 November, 2025

টাইব্রেকারের (৪-৩) বাঁধা পেড়িয়ে সেমিতে ব্রাজিল

Alison Baker....Copa

মোঃ আলী আকবর রনী,ক্রিড়া প্রতিবেদক:

কোপা-২০১৯ এর প্রথম কোয়াটার ফাইনালে মুখোমুখি হয় পোর্তো আলেগ্রেতে স্থানিয় সময় শুক্রবার সকাল ৬.৩০ মুখোমুখি হয় ব্রাজিল এবং প্যারাগুয়ো। ব্রাজিল প্যারাগুয়েকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়।

এবারের কোপাতে যেভাবে শুরু করে ছিল ব্রাজিল কিন্তু কোয়াটারফাইনালে যেন অন্য এক ব্রাজিল। ভূল পাস, আক্রমনগুলোকে শেষ করার আগেই বল এর নিয়ন্ত্রন হারাচ্ছে আবার অনেক গোলের সুযোগ মিসের মহড়া। শুধুমাত্র ভাল ফিনিশিং এর জন্য ১০জনের প্যারাগুয়ের বিপক্ষে নির্ধারিত সময় গোল করতে ব্যর্থ ছিল ব্রাজিল।

খেলার শুরুতেই ব্রাজিল তাদের আক্রামান্ত্রক ফুটবল খেলা খেলতে থাকে, কিন্তু সময় যত গড়িয়েছে তাদের খেলা যেন তত অগাছো হয়ে যাচ্ছিলো। খেলার কিছু সময়ের মধ্যেই প্যারাগুয়ে তাদের খেলা গুছিয়ে নিয়ে ব্রাজিল শিবিরে আক্রমণ এর ধার বাড়াতে থাকে, খেলার ২৯মিনিটের সময় প্যারাগুয়ের গনসালেসের জোড়ালে শট দারুণ দক্ষতায় প্রতিহিত করে সেই যাত্রায় ব্রাজিলকে রক্ষা করেন ব্রাজিল গোলরক্ষক এলিসন ব্যাকার।

দ্বিতীয়ার্ধের শুরুতেই প্যারাগুয়ের উপর বড় ঝড়টি বয়ে আসে। ৫৪ মিনিটের সময় প্যারাগুয়ের বালবুয়েনা নিজ ডি-বক্সের মুখেই ব্রাজিল ফরোয়ার্ড রাবার্তো ফিরমিনোকে ফাউল করে বসেন, রেফারি সরাসরি লাল কার্ড দেখিয়ে বালবুয়েনাকে মাঠ থেকে বিদায় করে দেন এবং পেনাল্টির বাশিঁ বাজান। ভি-আর প্রযুক্তি সাহায্যে পেনাল্টি বাতিল করেন।

প্যারাগুয়ের একজন কম থাকা সত্ত্বেও ব্রাজিল তাদের আক্রমন গুলোকে ফরোয়ার্ডদের ব্যর্থতায় আক্রমনগুলো ভেস্তে যাচ্ছিল। খেলার ৮৮মিনিটের সময় প্যারাগুয়ের গোলরক্ষকের কল্যানে ব্রাজিলের আলেক্স সান্দ্রোর হেড দারুন দক্ষতায় রুখে দিয়ে ব্রাজিলকে গোল বঞ্চিত করেন।

খেলার যোগ করা অতিরিক্ত সময় দুই দলই গোল করতে ব্যর্থ হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে প্যারাগুয়ের রক্ষনভাগের খেলোয়ার গুস্তাভো গোমেস এর প্রথম শটই রুখে দেন ব্রাজিল ত্রাণকর্তা এলিসন বেকার। এর মাঝের তিনটি শটে প্যারাগুয়ের “মিগেল আলমিরোন, বরুনো ভালদেস ও মাতিয়াস রোহাস” তিনটি শটে গোল আদায় করে নেন।

অন্যদিকে ব্রাজিলের প্রথম তিন শটে গোল করে লিড এনে দেন ইউলিয়ান, মার্কিনিয়োস ও ফিলিপে কৌতিনহো। কিন্তু চতূর্থ শটে রবার্তো ফিরমিনো গোল করতে ব্যর্থ হওয়ায় স্কোরলাইন দাড়ায় ৩-৩।

প্যারাগুয়ের পঞ্চম শট নিতে আসা গনসালেস বল পোস্টের বাইরে মেরে দেন। এবং ব্রাজিলের পক্ষে পঞ্চম শট নিতে আসেন ম্যানসিটি তারকা গাব্রিয়েল জেসুস, তার দারুন এক শটে গোল করে ব্রাজিলের পক্ষে চতুর্থ
গোলটি করে দল নিয়ে যান সেমিফাইনালে। এই সুবাধে গত তিন আসরের কোপার সেমিফাইনালে উঠার খড়া কাটল।

তিন আসর পর কোপা আমেরিকার সেমি-ফাইনালে উঠল ব্রাজিল। ২০১১ ও ২০১৫ সালে প্যারাগুয়ের কাছে হেরে বাদ পড়ার পর গত আসরে গ্রূপ পর্বই পেরুতে পারেনি তারা।

২০১১ ও ২০১৫ আসরে এই প্যারাগুয়ের কাছেই কোয়ার্টার-ফাইনালে হেরেছিল ব্রাজিলের। ম্যাচের আগে টাইব্রেকারের অনিশ্চয়তা নিয়ে ভীতির কথা জানিয়েছিলেন কোচ তিতে। প্রস্তুতিও নেওয়া ছিল ভালোভাবে। এবার টাইব্রেকারেই জিতে প্রতিশোধ নিল টুর্নামেন্টের আটবারের চ্যাম্পিয়নরা।

আজ দ্বিতীয় কোয়াটার ফাইনালে মুখোমুখি হবে স্থানীয় সময় রাত ১ টার সময় আর্জেন্টিনা এবং ভেনেজুয়লা।