
স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভারত সফরে থাকা এই ক্যারিবীয় ক্রিকেটার মুম্বাইয়ের প্যারেলে গ্লোবাল হাসপাতালে ভর্তি রয়েছেন।
সংবাদ সংস্থা এএনআই এক টুইটে জানায়, বুকে ব্যথা অনুভব করায় লারাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
এনডিটিভি জানায়, হাসপাতালের পক্ষ থেকে এবিষয়ে শিগগির একটি বিবৃতি দেওয়া হবে।
ব্রায়ান লারা এই মুহূর্তে ভারতে এসেছেন বিশ্বকাপ ক্রিকেটের সম্প্রচারে একজন বিশেষজ্ঞ হিসেবে। ব্যস্ত শিডিউলের ফাঁকেই এই তারকা মুম্বাইয়ে গলি ক্রিকেটে উৎসাহ দান করতে আসেন সাবেক অজি পেসার ব্রেট লির সঙ্গে।
ব্রায়ান লারা টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ডের অধিকারী। তার অপরাজিত ৪০০ রানের ইনিংসটি টেস্টের একমাত্র কোয়াড্রিপল সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ অপরাজিত ৫০১ রানের ইনিংসের মালিক তিনি।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই তারকা ২৯৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১০,৪০৫ রান করেছেন ৪০.১৭ গড়ে। এছাড়া ১৩১টি টেস্টে প্রায় ১২,০০০ রান করেছেন লারা। গড় ৫২.৮৯।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম