11:34 AM, 13 November, 2025

টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আফগানিস্তান

bangladesh_vs_afganistan

স্পোর্টস ডেস্কঃ সাউদাম্পটেন টস হয়ে গেলো। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠিয়েছে আফগানিস্তান। সাউদাস্পটনে এই মাঠেই ভারতের বিপক্ষে একটুর জন্য জয় পায়নি আফগানিস্তান। বাংলাদেশ একাদশে ফিরেছেন মোসাদ্দেক ও সাইফুদ্দিন। রুবেলের ও সাব্বিরের জায়গায় এই দুজন একাদশে। তবে হেড়ে যাওয়া ম্যাচটি আফগানদের উজ্জিবিত করে রেখেছে।

অন্যদিকে বাংলাদেশ দল ফেবারিট টিম হিসেবেই মাঠে নামছে। ক্রিকেটের ইতিহাসে পরিসংখ্যানের বিচারে বাংলাদেশ আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে। এখন পর্যন্ত আফগানিস্তান বাংলাদেশের মুখোমুখি হয়েছে সাত বার। এর ভেতর ৪টিতে হেড়েছে। ৩টিতে জিতেছে আফগানিস্তান।

অভিজ্ঞতায় বাংলাদেশ এগিয়ে থাকলেও, পরিসংখ্যানে ও মাঠের লড়াইয়ে আফগানিস্তান বাংলাদেশের সাথে সমানে সমান প্রতিদ্বন্দ্বীতা করে গিয়েছে বরাবর। তবে এবার অন্যবারের চেয়েও বাংলাদেশ দল বেশ শক্তিশালী এবং মানুষিক ভাবে বেশ আক্রমনত্বক মেজাজে আছে।