
খেলার প্রথম থেকেই ব্রাজিল তাদের আক্রামনাত্বক ফুটবল খেলতে থাকে। কিন্তু তুলনামূলক ভাবে আক্রমন ভাগে তেমন কোন পরিকল্পনা না থাকায় এবং ভালো ফিনিসিং এর জন্য প্রথমার্ধে তেমন কোন বেগ পেতে হয়নি ভেনিজুয়েলার গোলরক্ষক এবং রক্ষনভাগের খেলোয়ারদের।
দ্বিতীয়ার্ধে প্রথমদিকের জোড়ালো কয়েকটি আক্রমন করে ব্রাজিল কিন্তু গোলরক্ষ অসাধারণ দক্ষতায় দু-একটি গোল রক্ষা করে ব্রাজিলকে গোল বঞ্চিত রাখেন।
খেলার অতিরিক্ত সময় এর শেষ মুহূর্তে কৌতিনিয়োর কর্নারে ফের্নান্দিনিয়োর হেড পোস্ট ঘেঁষে চলে গেলে পয়েন্ট হারানোর হতাশায় মাঠ ছাড়ে টুর্নামেন্টটির আটবারের চ্যাম্পিয়নরা।
দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রূপের শীর্ষে আছে ব্রাজিল। অন্যদিকে পেরু সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং ভেনিজুয়েলা ২ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রূপের তৃতীয় স্থানে।
আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে
সাও পাওলোয় পেরুর মুখোমুখি হবে ব্রাজিল।
কোপার আজকে ‘বি’ গ্রূপে মুখোমুখি হবে যথাক্রমে, রাত সাড়ে ৩টা, কলম্বিয়া-কাতার, ভোর সাড়ে ৬টা, আর্জেন্টিনা-প্যারাগুয়ে
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম