স্পোর্টস ডেস্কঃ আইসিসি ২০১৯ বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ও ভয়ংকর ব্যাটিং লাইনআপ ইংল্যান্ডের। তিনশো চারশো রান করা তাদের জন্য এখন কোন ব্যাপারই না।সবচেয়ে বেশী রান করার প্রতিযোগীতায় আফগানিস্তানের বিপক্ষেও রানের পাহাড়ই গড়লো ইয়ন মরগানের দল। গড়লো চলতি বিশ্বকাপের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।
মরগানের ৭১ বলে ১৪৮ রানের ভয়ংকর ক্যাপ্টেনস নকে ভর করে ৬ উইকেটে ৩৯৭ রান। এখন জিততে হলে আফগানিস্তানকে এতবড় রানের পাহাড় টপকে করতে হবে ৩৯৮ রান।
আজ (মঙ্গলবার) ম্যানচেস্টারে হট ফেবারিট ইংল্যান্ডের বিপক্ষে বল করতে নেমে আরও একবার বাস্তবতা টের পেলেন রশিদ খান, মোহাম্মদ নবীরা।টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা তেমন সুবিধা না হলেও পরবর্তীতে তাদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেছেন বেয়ারস্টো-রুট মরগানরা। রশিদ খান বিশ্বের সেরা অলরাউন্ডারে ২য় স্থানে থেকেও তার নির্ধারিত ৯ ওভারে ১১০ রান খোয়াতে হয়েছে।
জনি বেয়ারস্টো পাননি অল্পের জন্য সেঞ্চুরি, ৯৯ বলে ৮ বাউন্ডারি আর ৩ ছক্কায় ইংলিশ ওপেনার আউট হন ৯০ রানে। ৩১ বলে ২১ করে সাজঘরে ফেরেন জেমস ভিন্স।
দলীয় ৪৪ রানের মাথায় ভিন্স আউট হওয়ার পর বেয়ারস্টো আর জো রুট দ্বিতীয় উইকেটে যোগ করেন ১২০ রান। এরপরই সবচেয়ে ভয়ংকর জুটিটা মাঠে দাঁড়িয়ে যায়।
তৃতীয় উইকেটে মরগানের সঙ্গে রুট ১০১ বলে গড়েন ১৮৯ রানের জুটি। গুলবাদিন নাইবের বলে রুটের আউটে ভাঙে এই জুটি। ৮২ বলে ৫ চার আর ১ ছক্কায় ডানহাতি এই ব্যাটসম্যান করেন ৮৮ রান।
তবে মাঠে আসার পর থেকে আউট হওয়ার আগ পর্যন্ত রীতিমত তান্ডব চালিয়ে গেছেন মরগান। ৭১ বলে ১৪৮ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে ইংলিশ অধিনায়কও হন নাইবেরই শিকার।
তবে তার আগে বিশ্বরেকর্ড গড়া হয়ে গেছে মরগানের। ইনিংসে ৪টি চারের সঙ্গে ১৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ওয়ানডেতে কোনো ব্যাটসম্যানের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটিই।
শেষদিকে বেশ কয়েকটি উইকেট তুলে নিতে পেরেছে আফগানিস্তান। ৯ রানের ব্যবধানে ৩ উইকেট ফেলে দেয় তারা। এরপর আরও কয়েকটি উইকেট হারানোয় চারশ হয়নি ইংল্যান্ডের।
আফগানিস্তানের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন গুলবাদিন নাইব আর দৌলত জাদরান।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম