স্পোর্টস ডেস্কঃ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ মাঠে গড়িয়েছে পাক-ভারত লড়াই। ওল্ড ট্রাফোর্ডে টসে জিতে ভারতকে আগে ব্যটিংয়ে পাঠায় পাকিস্তান। কিন্তু সরফরাজ আহমেদের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন দুই ভারতীয় ওপেনার কেএল রাহুল এবং রোহিত শর্মা। গড়েন ১৩৬ রানের জুটি। ৫৭ করা রাহুলকে ফেরান ওয়াহাব রিয়াজ।
কিন্তু থামেননি রোহিত। ক্যাপ্টেন কোহলিকে নিয়ে গড়েন ৯৮ রানের আরো একটি জুটি। হাসান আলির বলে আউট হওয়ার আগে খেলেন ১১৩ বলে ১৪০ রানের ঝড়ো একটি ইনিংস। এছাড়াও হার্দিক পান্ডিয়া করেন ১৯ বলে ২৬ রান। কিন্তু ৪৬.৪ ওভারে ভারতের সংগ্রহ যখন ৪ উইকেটে ৩০৫ তখন নামে বৃষ্টি। কিছুক্ষণ থেমে আবারো মাঠে গড়ায় খেলা।
কিন্তু ৪৭ তম ওভারে দলীয় ৩১৪ এবং ব্যক্তিগত ৭৭ রানে আমিরের তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফিরেন বিরাট কোহলি। শেষের দিকে বিজয় শঙ্কর আর কেদার যাদব দলীয় সংগ্রহকে নিয়ে যান ৩৩৬ রানে।
পাকিস্তানের হয়ে ৩ টি উইকেট নেন আমির। এছাড়াও হাসান আলি এবং ওয়াহাব রিয়াজ নেন ১টি করে উইকেট।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম