স্পোর্টস ডেস্কঃ মাশরাফির বর্তমান পার্ফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাবেক ভারতীয় পেসার অজিত আগারকার। তার মতে বসিয়ে দেয়া উচিৎ ম্যাশকে। শুধু আগারকারই না, মাশরাফির সমালোচনা করতে ভুল করেননি দেশী ভক্তরাও। এবার এসব সমালোচনার জবাব দিলেন ওপেনার তামিম ইকবাল।
তামিম বলেন, ‘কথাটা বলে কারা। এটা হলো গুরুত্বপূর্ণ। আমি আমার কথাটা বাদ দেই। মাশরাফি ভাইয়ের কথাটাই ধরি। যারা এটা নিয়ে লিখছে বা আলোচনা করেছে। তারা ওটা লিখার আগে বা বলার আগে দুইটা মিনিট একটু চিন্তা করে যে আমি কার ব্যাপারে বলছি। সে কি করেছে বাংলাদেশ ক্রিকেটের জন্য গত ১৫-১৬ বছরে। এখন বলতে পারেন সে তো আনফিট। সে যদি আনফিট হয়, তাহলে ১০ বছর থেকেই আনফিট্ তখন কিন্তু ইমোশনালি নিয়েছি। এখন একটু উনিশ-বিশ হচ্ছে বলে অনেক বড় করে দেখছি।’
তামিমের মতে, মাশরাফি দেশের ক্রিকেটের জন্য যা করেছেন তার তুলনায় আরও সম্মান পাওয়া উচিৎ ছিল তার।
এ ব্যাপারে তিনি বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক আমার কাছে মনে হয়। কারণ উনি যা করেছেন বাংলাদেশ ক্রিকেটের জন্য উনার ব্যাপারে এসব আলোচনা করা অন্যায্য। আমার মনে হয় উনি যা পাচ্ছেন তারচেয়ে বেশি শ্রদ্ধার দাবি করেন।’
আর নাম না উল্লেখ করে অজিত আগারকারের ক্যারিয়ারের দিকে ইঙ্গিত করে তামিম বলেন, ‘বিদেশি কিছু কিছু ক্রিকেটাররা কথা বলেছেন শুনেছি। আমার প্রশ্ন হলো উনারা নিজেদের জিবনে কি করেছেন। নিজে কি এমন করেছেন যে এভাবে বলছেন।’
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম