স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের দ্বাদশ আসর শুরু হয়েছে ৩০ মে। এর মধ্যে শেষ হয়েছে ১৯ টি ম্যাচ। গোটা ক্রিকেট বিশ্ব উপভোগ করে যাচ্ছে ক্রিকেটের এই ডামাঢোল। তবে ব্যাটে বলের আরেকটি আকর্ষণ বাকি আছে ভক্তদের জন্য। তা হলো পাক-ভারত লড়াই। এমনি এ দু দলের খেলা মানে শ্বাসরুদ্ধকর অবস্থা। আর তা যদি হয় বিশ্বমঞ্চে, তাহলে তো কথাই নেই।
তবে এবারের বিশ্বমঞ্চের পাক-ভারত লড়াইকে ছাপিয়ে পুরো আলোটাই কেড়ে নিতে পারে বৃষ্টি। ভেসে যেতে পারে দুই চির প্রতিদ্বন্দ্বীর মধ্যকার এ ম্যাচ। তাহলে ভক্তদের বহুল প্রতীক্ষিত আশা পরিণত হবে দূরাশায়।
শুধুই কি তাই, এ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার স্পোর্টস। এর পরিমাণ প্রায় ১৩৮ কোটি রুপি। কারণ ভারত-পাকিস্থান লড়াইয়ে বড় রকমের অঙ্ক চুক্তি করে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো। যা সেকেন্ডেই আড়াই লাখ রুপির মতো। এ ম্যাচ না হলে এ ক্ষতি গুনতে হবে স্টার স্পোর্টসকে।
ইনসাইড স্পোর্টস জানিয়েছে, বিজ্ঞাপন এবং সংশ্লিষ্ট অন্যান্য খাতে প্রায় ১৪০ কোটি রুপি লোকসান দাবি করেছে স্টার স্পোর্টস। ফলে চ্যানেলটির বিমার প্রিমিয়াম বেড়ে দাঁড়িয়েছে ৩০০ শতাংশে। বিমা প্রতিষ্ঠানগুলো এত বড় লোকসান বহনের ঝুঁকি নিতে চাচ্ছে না। এ ছাড়া বৃষ্টিতে শুধু ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হলেই ১৩৭.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬৬.৪৭ কোটি টাকা) লোকসান গুনতে হবে স্টার স্পোর্টস এবং তাদের বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান কোকাকোলা, উবার, ওয়ানপ্লাস ও এমআরএফ টায়ারের।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম